পশ্চিমী ঝঞ্ঝা আসছে আবার

বাংলার মানুষ এখন বেশ ঠান্ডা উপভোগ করছেন। কিন্তু আবহাওয়া দফতর বলছে, এই মঙ্গলবার থেকেই আবার শীতের দাপট কমে যাবে। মকরসংক্রান্তির দিন কলকাতার রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে পৌঁছে যেতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে।

                    সকালে হালকা কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠেছে সোমবার। তাই স্বাভাবিকভাবেই তাপমাত্রার পারদ চড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা একই থাকবে। বুধবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৬ শতাংশ। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

                               মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, পর পর দু'টি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। উক্ত ঝঞ্ঝাটি যেতে না যেতেই বুধবার থেকে আরও একটি ঝঞ্ঝা চলে আসবে। এই জোড়া ঝঞ্ঝার প্রভাবে প্রবল তুষারপাত হবে কাশ্মীর-হিমাচলে। এদিকে উত্তরবঙ্গের দু-একটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ওড়িশায় ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের সতর্কতা। এছাড়াও আসাম সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বিহার ও উত্তরপ্রদেশে শীতল দিন থাকবে বলে জানানো হয়েছে।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...