West Medinipur News: বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় এই নিয়ে তৃতীয়বার নাম উঠে এল বঙ্গসন্তান সুমন্ত সাহু-র

বিশ্বসেরা বিজ্ঞানীদের আবারও সেরা বিজ্ঞানী হিসেবে নাম উঠে এল বঙ্গসন্তান সুমন্ত সাহু-র। এই নিয়ে তৃতীয়বার সেরার শিরোপা অর্জন করলেন তিনি। গর্বিত করলেন মাতৃভূমিকে।

প্রত্যেক বছর বিশ্বের সর্বশ্রেষ্ঠ দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকা প্রস্তুত করে আমেরিকার ক্যালিফোর্নিয়ার পৃথিবী বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। এই তালিকা তৈরি হয় বিজ্ঞানের নানা উদ্ভাবনী আবিষ্কার এবং গবেষণামূলক বিষয়ের ভিত্তিতে। এই বছরের প্রকাশিত সেই তালিকাতেই নাম যুক্ত হয়েছে পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম দাঁতনের বাসিন্দা তথা মেদিনীপুর কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুমন্ত সাহু। এর আগে ২০২১ ও ২০২৩ সালেও বিশ্বসেরার তালিকায় নাম ছিল তার।

মূলত কম খরচে যাতে আরও দীর্ঘ পথ চালান যেতে পারে সেই বিষয়ে ব্যবহৃত ব্যাটারির সুপার ক্যাপাসিটর নিয়ে দীর্ঘদিন গবেষণা করে চলেছেন সুমন। বিদেশে অধ্যাপনার পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় ইতিমধ্যে সুমন্তর প্রায় ১০০ টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনটি বই সম্পাদনা এবং চারটি বইয়ের চ্যাপ্টার লিখেছেন এই বাঙালি বিজ্ঞানী।

শুধুমাত্র তাই নয়, ২০২১ সালে ইয়েংনাম ইউনিভার্সিটি অনুষ্ঠিত ২১তম ইন্টারন্যাশনাল সিম্পোসিয়াম অন ক্লিন টেকনোলজিতে সুমন্তর একটি গবেষণাপত্র বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড পায়। আর এবার আবারও বিশ্বসেরার মুকুট উঠল তার মাথায়। এই ঘটনায় গর্বিত সারা পৃথিবী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...