পদ্মশ্রী পাচ্ছেন এক টাকা ভিজিটের ডাক্তার

বিলেত ফেরত ডাক্তার| চাইলে মোটা ফী নিয়ে রুগী দেখতে পারতেন| এমনকি লোভনীয় মাইনের চাকরি করে লন্ডনেই সারাজীবন থেকে যেতে পারতেন | সে সুযোগও ছিল হাতের মুঠোয় | কিন্তু এসব কিছুকে হেলায় ফিরিয়ে দিয়ে সারাজীবন ‘এক টাকার ডাক্তার’ হয়েই কাটিয়ে দিলেন| মাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে লন্ডনের হাসপাতালের সিনিয়র রেজিস্ট্রার চাকরি ছেড়ে ফিরে এসেছিলেন জন্মভূমি বোলপুরে | ৫৭ বছর ধরে রোগীদের থেকে মাত্র একটাকা ভিজিট নিয়ে চিকিত্সা করে আসছেন ডা: সুশোভন বন্দ্যোপাধ্যায়| তাঁর পদ্মশ্রী প্রাপ্তির খবর তাঁকে শনিবার সন্ধ্যায় ফোন করে জানান প্রাক্তন রাষ্ট্রপতি স্বয়ং প্রণব মুখোপাধ্যায়| উল্লেখ্য, বীরভূম জেলার বোলপুর আসনের প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুশোভনবাবু| দীর্ঘদিন ধরেই বীরভূম জেলার আর এক ভূমিপুত্র প্রণববাবুর সঙ্গে দাদা-ভাইয়ের সম্পর্ক|

পুরস্কার প্রাপ্তির খবর পেয়ে সুশোভন সমস্ত কৃতিত্ব দিয়েছেন নিজের রোগীদের| তাঁদেরকেই  এই পুরস্কার  জন্য এই পুরস্কার উত্সর্গ করেছেন তিনি| ডঃ ব্যানার্জি বলেন, পদ্মশ্রী পুরষ্কারের জন্য নির্বাচিত হওয়াটাই ছিল তাঁর জীবনের তৃতীয় স্মরণীয় মুহূর্ত। প্রথমটি যখন তিনি ডিসিপি ডিগ্রিতে স্বর্ণপদক পেয়েছিলাম এবং দ্বিতীয়টি ছিল ১৯৪৮ সালে বোলপুরের লোকেরা তাঁকে বিধায়ক হিসাবে ভোট দিয়েছিল| কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্যাথলজিতে পিজি ডিগ্রি শেষ করার আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ থেকে স্নাতক হয়েছিলেন এবং পরে তিনি হেমাটোলজিতে ডিপ্লোমার জন্য লন্ডনে চলে যান| সেখানে চার বছর লন্ডনে সিনিয়র রেজিস্ট্রার হিসাবে কাজ করার পরে, অভাবীদের সেবা করার জন্য তার বোলপুরে ফিরে যান| সেখানেই বাকি জীবন ডাক্তারি করেছেন |

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...