West Bengal Weather Update: পুরো সপ্তাহ জুড়েই বঙ্গে চলবে ভারী বৃষ্টি, জানালো আলিপুর আবহাওয়া দফতর

সারা সপ্তাহ জুড়েই চলবে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলবে বৃষ্টি। এমনকি ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে বঙ্গে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় মঙ্গলবার এবং বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জানা গিয়েছে এই দু’দিন বৃষ্টির সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভিজবে না। তবে, আগামী শুক্রবার এবং শনিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উপকূলের চার জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস। ঝড়বৃষ্টির কারণে হাওয়া অফিস আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Read Also :  ড্রাই ফ্রুটস-এর হাজার গুণ

শুধু দক্ষিণবঙ্গ নয়, মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানেও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে, বৃহস্পতিবার মালদহ-সহ দুই দিনাজপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহ শেষে অন্য কোনও জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে গাঙ্গেয় বঙ্গের উপর ঘূর্ণাবর্তের আশঙ্কা কিছুটা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ থেকে কী ঘূর্ণিঝড়ের কোনও সম্ভবনা রয়েছে? সেদিকেও নজর রেখেছে বলে জানিয়েছে আলিপুর। বুধবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। পরে সেটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে।

কলকাতায় মঙ্গলবার অর্থাৎ আজ সকাল থেকেই আংশিক মেঘলা পরিবেশ থাকবে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও আছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। গতকাল অর্থাৎ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৪ ডিগ্রি কম।

এটা শেয়ার করতে পারো

...

Loading...