West Bengal Transport: এবার কলকাতা থেকে পুরী যাত্রা হবে আরও সহজ, ভলভো বাস চালু করছে রাজ্য

পুরীর নাম শুনলেই উৎসাহে মেতে ওঠে অধিকাংশ কলকাতাবাসী। এবার সেই উৎসাহ আরও বাড়াতে কলকাতা-পুরী ভলভো বাস চালু করবে রাজ্য সরকার। জানা গেছে, সব ঠিক থাকলে ১ বৈশাখ থেকে এই পরিষেবা চালু হবে। তবে শুধুমাত্র পুরী নয়, কলকাতা থেকে আরও পাঁচটি রুটে ভলভো পরিষেবা চালু করা হবে। এই রুটগুলি হল শিলিগুড়ি, তারাপীঠ, মায়াপুর, দিঘা ও পুরুলিয়া। পরবর্তীকালে কলকাতা–বকখালি, কলকাতা–মন্দারমণির মতো রুটেও ভলভো পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

সদ্যই ৯,৬০০ সিসির ছ’টি ভলভো বাস কিনেছে পরিবহণ দপ্তর। এই বাসগুলি কিনতে খরচ পড়েছে প্রায় সাড়ে ৯ কোটি টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলিতে চালক ও কন্ডাক্টরের বসার জায়গা বাদ দিয়ে আরও ৪৩টি সিট রয়েছে। অত্যাধুনিক মডেলের বাসগুলিতে রয়েছে পুশ–ব্যাক সিট এবং রিডিং লাইট। অন্য বাসের তুলনায় এই বাসগুলি অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ।

কলকাতা-পুরী যাতায়াতের বেসরকারী বাসগুলির মূল্য আকাশছোঁয়া। এছাড়াও, চাহিদা অনুযায়ী সেই বাসগুলির ভাড়া ওঠা-নামা করে। তাই সাধারণ মানুষের পক্ষে সবসময় বেসরকারী বাসে করে ঘুরতে যাওয়া সম্ভব হয়না। কিন্তু জানা গেছে, রাজ্য সরকারের এই ভলভো বাসগুলির ভাড়া বেসরকারি বাসের ভাড়া থেকে ৩০-৪০ শতাংশ কম হবে। এই বাসগুলির ভাড়াও নির্দিষ্ট থাকবে। এর ফলে যাত্রা হবে আরও সহজ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...