রাজ্য সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিতর্কের অবসান হল। মুখ্যসচিবের অফিস থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, রাজ্য সঙ্গীত হিসেবে রবি ঠাকুরের মূল গানটিই গাওয়া হবে। এমনকি এই গান গাওয়ার সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
২০২৩ সালে রাজ্য সরকারের বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে জানায়, প্রতিবছর পয়লা বৈশাখ দিনটি ‘রাজ্য দিবস’ হিসেবে পালিত হবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি ‘রাজ্য সঙ্গীত’ হিসেবে গাওয়া হবে। কিন্তু সেই গানের একটি স্তবকে একটি লাইন পরিবর্তন করে ‘বাঙালি’ কথাটির বদলে ‘বাংলার প্রাণ বাংলার মন…’ কথাটি ব্যবহার করা হয়েছিল। এর পরই এই ঘটনা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।
এবিষয়ে শাসকদল জানিয়েছিল বাংলাতে বাঙালি ছাড়াও অন্য প্রদেশের মানুষ থাকে, সে কারণে তাদের জন্য এই পরিবর্তন। কিন্তু তাদের এই যুক্তি ধোপে টেকেনি। এই নিয়ে বিতর্ক বাড়তে থাকে।
কিন্তু সোমবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানান, রাজ্য সঙ্গীত হিসাবে গাওয়া গানে কোনও বদল হবে না। ‘বাংলা’ শব্দটি বদলে ফের ‘বাঙালি’ করা হয়েছে।