টিকাকরণ প্রক্রিয়ায় সফল বাংলা

“প্রিভনশন ইস বেটার দ্যান কিওর” এই বাক্যচির স্বার্থকতা আরো একবার প্রমাণ করল পশ্চিমবঙ্গ সরকার। টিকাকরণে দেশে তৃতীয় স্থানে বাংলা। সম্প্রতি ন্যশনাল হেল্থ সার্ভের রিপোর্ট অনুযায়ী এই খবর পাওয়া গেছে। কেরল কে পিছনে ফেলে এগিয়ে গেছে পশ্চিমবঙ্গ। প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব ও দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া। তাদের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় ৮৫ শতাংশ শিশুকে রোগ প্রতিরোধক টিকাকরণ করা সম্ভব হয়েছে।  রাজ্যের এই সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান অনুযায়ী বাংলার টিকাকরণের ক্ষেত্রে শহরের থেকে গ্রামে সাফল্যের হার প্রায় ৯৫ শতাংশ। এটা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...