চলতি মাস থেকেই দেশজুড়ে শুরু হয়ে যাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ প্রকাশ্যে এসে গিয়েছে। জানা গিয়েছে যে প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিলে এবং শেষ দফা হবে ১লা জুন।
আর জানা গিয়েছে যে এই সময় থেকেই রাজ্যের স্কুলগুলিতে শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি।
সোমবার প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই বোড়্রড জানিয়ে দিয়েছে এই বছরের গরমের ছুটির দিনক্ষণ।
জানা গিয়েছে যে আগামী মাসের ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে। তবে তার আগে ভোটের জন্য কয়েকটি জেলায় বন্ধ থাকবে স্কুল।
প্রথম দফার ভোট অর্থাৎ ১৯ এপ্রিল। এদিন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই তিন জেলায় ভোট হবে। ফলে, ১৬ থেকে ২০ এপ্রিল এখানকার সমস্ত স্কুলগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একইসঙ্গে ছুটি থাকবে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতেও। এই ছুটি একেবারেই নতুন নয়, আগেও এমনই হত। কারণ ভোটের সময় কাজের জন্য কেন্দ্রীয় বাহিনী দল আসবে। আর তাঁদের থাকার ব্যবস্থা হয় সাধারণত স্কুলের মধ্যেই হয়।
এরপর আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রয়েছে ভোট। এদিন দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে হবে ভোট। ফলে, ২৪ থেকে ২৭ এপ্রিল এই তিন কেন্দ্রের স্কুল বন্ধ থাকবে।
সুতরাং, উত্তরবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটির আগেই অতিরিক্ত ছুটি মিলছে।
এরপর ৬ মে থেকে ২ জুন পর্যন্ত টানা গ্রীষ্মের ছুটি থাকবে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে। ফলে, হিসেব মত, শনি ও রবি ছাড়া ২২ দিন ছুটি পাচ্ছে সমস্ত পড়ুয়ারা।