হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে এক আবেগ পুরীর জগন্নাথ দেবের মন্দির। এবার সেই মন্দিরের আদলেই দিঘায় তৈরী হয়েছে জগন্নাথ দেবের মন্দির। আগামী মাসেই রয়েছে এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। সেই কারণেই সোমবার রাত থেকে টানা ২০ দিন ১১৬ বি জাতীয় সড়ক বন্ধ থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির পরিদর্শন করতে এসে জগন্নাথ মন্দিরের গেট নির্মাণ ও পার্শ্ববর্তী এলাকাকে সুন্দরভাবে সাজানোর কথা ঘোষণা করেন। সেইমতো মন্দিরের সামনের রাস্তা ১১৬ বি জাতীয় সড়কের উপর গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বন্ধ থাকবে রাস্তা।
তবে বিকল্প রাস্তা হিসেবে ওই পথে যাতায়াতকারী যানবাহনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওল্ড দিঘার যাত্রীদের দিঘা গেটের কাছে নামতে হবে। তারপর অটো অথবা টোটো ধরে বাকি রাস্তা যেতে হবে। অন্যদিকে, যারা নিউ দিঘা যাবেন। তারা দিঘা গেট থেকে বাইপাসের রাস্তা ধরে গন্তব্যে যেতে হবে। তবে জগন্নাথ মন্দিরে পাশ থেকে ছোট রাস্তা দিয়ে ছোট গাড়ি যাতায়াত করতে পারবে।
অক্ষয় তৃতীয়া থেকে খুলে যাবে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা। তার আগের দিন রয়েছে মহাপ্রভুর প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। মন্দিরে জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর দ্বৈয়িতাপতি। দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবে ২৮ তারিখ থেকে দিঘায় মন্দির সংলগ্ন এলাকায় টোটো-সহ সমস্ত যানবাহন নিয়ন্ত্রণের সিদ্ধান্তও নিয়েছে রাজ্য প্রশাসন।