স্কুলজীবনের শেষ পরীক্ষার ফল প্রকাশিত

প্রকাশিত হল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল।

 আজ বিদ্যাসাগর ভবনে রবীন্দ্র মিলন মঞ্চে সকাল ১০ টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস৷

এই বছর উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। ১৩ মার্চ হয় শেষ পরীক্ষা৷ পরীক্ষা শেষের ৭৪ দিনের মাথায় এবার ফলাফল ঘোষণা করল সংসদ৷

রাজ্যে এবার প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গত বছরের থেকে প্রায় ৯ হাজার বেশি।

এ বছর উচ্চমাধ্যমিকে রাজ্যে পাশের হার ৮৬.২৯ শতাংশ। গতবারের পাশের হার ছিল ৮৩.৭৫। ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ৬.২৬ শতাংশ বেশি। ছাত্রদের পাশের হার ৮৭.৪৪ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫.৩০ শতাংশ।

পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর।

উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম বীরভূমের শোভন মণ্ডল ও কোচবিহারের রাজর্ষি বর্মণ। এদের প্রাপ্ত নম্বর ৪৯৮। ৯৯.৬% পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন।

(রাজর্ষি বর্মণ)

দুজনই বিজ্ঞান বিভাগের ছাত্র। শোভন বীরভূমর বাসিন্দা, রাজর্ষি কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র। উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছে রাকেশ দে। রাকেশের প্রাপ্ত নম্বর ৪৯২। রাকেশ বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা। মেধাতালিকায় রাকেশ চতুর্থ স্থানে রয়েছে।

 এই বছর মেধাতালিকায় স্থান পেয়েছে ১৩৭ জন। ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাসে এমন নজিরবিহীন মেধাতালিকা এই প্রথম

সকাল সাড়ে দশটার পর বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। ১১ টার পরে ফল জানা যাবে , www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in, www.indiaresults.com ওয়েবসাইটে। এসএমএসে ফল জানতে হলে লিখতে হবে WB12 তার পর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...