West Bengal Heat: গরমের শুরুতেই রাজ্যে বিদ্যুতের চাহিদা পেরিয়ে গেল ১০ হাজার মেগাওয়াট

গরমের শুরুতেই রাজ্যে বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াট পেরিয়ে গেল। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২৪ এপ্রিল রাত ১১টায় তাদের অধীনে থাকা অঞ্চলে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১০,০৯০ মেগাওয়াট। পাশাপাশি বিদ্যুৎ বণ্টন সংস্থা সিইএসসির অধীনে থাকা এলাকায় বৃহস্পতিবার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২৫০৭ মেগাওয়াট।

আগের বছরও রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১০ হাজার মেগাওয়াট –এ পৌঁছে গিয়েছিল। কিন্তু এই পরিসংখ্যান ছিল জুন মাসের। কিন্তু চলতি বছরে এপ্রিলেই বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাপিয়ে গেল। এই চাহিদা আগামী কয়েক দিনে আরও বৃদ্ধি পেতে পারে। সে ক্ষেত্রে বিদ্যুতের সঠিক জোগান দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ দফতর।

গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। ধোঁয়া ও দূষণের কারণে প্রতিবছর গরম বৃদ্ধি পাচ্ছে। এই গরম থেকে বাঁচতে ফ্যান, কুলার, এসির ব্যবহারের ফলে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। এ বিষয়ে দক্ষিণের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...