কলেজে ভর্তির ক্ষেত্রে বড় বদল রাজ্যে

দরজায় কড়া নাড়ছে ভোটের রেজাল্ট। সেই হাওয়া মেলাবার আগেই আরও একটি পরীক্ষার ফলাফলের জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা। এই রাজ্যে ২৪মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। ভোট- রাজনীতি আর আবহাওয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাজ্যের কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য শিক্ষা দফতর।

স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে রাজ্যের কলেজগুলো এখন থেকে আলাদা করে কোনও বিষয়ের জন্য প্রবেশিকা পরীক্ষা নিতে পারবে না। প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ছাত্রছাত্রীদের ভর্তি নিতে হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের সমস্ত কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। এক বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজে যাতে কোন আসন খালি পড়ে না থাকে সে ব্যাপারেও কলেজগুলোকে দায়িত্ব নিতে হবে জানা গিয়েছে।

কলেজে ভর্তি নিয়ে গতবছর রাজ্যে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য শুরু থেকেই ব্যবস্থা নিতে চাইছে রাজ্য সরকার।

কলেজে অশান্তি এড়াতে এবার রাজ্যের সমস্ত কলেজে ভর্তির সমস্ত প্রক্রিয়া অনলাইনে করা হবে। ফর্ম তোলা থেকে ফি জমা দেওয়া সহ সব কিছুই।

কলেজে কোনও সংগঠন কোনওরকম হেল্প ডেস্ক করতে পারবে না। ছাত্রছাত্রীদের কলেজ ক্যাম্পাসে আসার দরকার পড়বে না। ক্লাস শুরু হবার পর তাদের প্রয়োজনীয় নথি যাচাই করবে কলেজ কর্তৃপক্ষ।

গত বছর গোটা রাজ্যেই কলেজে ভর্তি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলেজে কলেজে দফায় দফায় অশান্তি, ভাঙচুরের সাক্ষী থেকেছিল সাধারণ মানুষ। এবার তাই শুরু থেকেই কড়া অবস্থান নিতে চলেছে রাজ্য শিক্ষা দফতর। আশা করা যায়, এবারে শান্তিপূর্ণভাবে কলেজে ভর্তি হতে পারবে ছাত্র-ছাত্রীরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...