পয়লা বৈশাখের দিনই পালন করা হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, অনুমতি দিয়েছেন নির্বাচন কমিশন

প্রায় দীর্ঘ আলোচনার পর একটা বিরাট সিদ্ধান্তে এল রাজ্য সরকার।

এবারেই প্রথম পয়লা বৈশাখে ‘রাজ্য দিবস’ হিসেবে পালিত হতে চলেছে। এ বিষয়ে সমস্ত প্রয়োজনীয় অনুমতিও দিয়েছেন নির্বাচন কমিশন।

জানা গিয়েছে এদিন বিকেলে রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে একটা সরকারি অনুষ্ঠান আয়োজন করা হবে। এই পুরো অনুষ্ঠানটির সমস্ত আয়োজন এবং দায়িত্বে থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তর সরকার।

সূত্রে জানা গিয়েছে যে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। তবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী সহ বহু মন্ত্রীরা এবং রাজনৈতিক ব্যক্তিরা।

গত বছর অগাস্ট মাসে রাজ্য বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মান্যতা দেয়। এই নিয়ে রাজ্য সরকার বিধানসভায় প্রস্তাবও পাস করিয়ে নেয়। ফলে, এরপর থেকে প্রতি বছর সরকারি নিয়মে এই দিনটি ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের জন্য একটি সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

এছাড়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যেকোনও সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল' গানটি পরিবেশন করা হবে।

এর আগে কেন্দ্রীয় সরকার ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করেছিল। তবেম ঐতিহাসিক কারণে ওই দিনটি নিয়ে আপত্তি তোলে রাজ্য সরকার।

গতবছর ২০ জুন রাজভবনে পালন করা হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস। কিন্তু সেখানে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আপত্তির কারণ ছিল যে ওইদিন বাংলা ভাগ হয়েছিল। আরও জানা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কারও সঙ্গে কোনও আলোচনা ছাড়াই সেন দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে চিহ্নিত করেছে।

ফলে, পরবর্তীকালে আলোচনা করেই পয়লা বৈশাখের দিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...