ফ্রান্সে পারদ চড়ল ৪৪ ডিগ্রি সেলসিয়াস

 

আচ্ছা, আপনারা কি কেউ প্রবল গরমের হাত থেকে বাঁচতে বাইরে যাবার প্ল্যান করছেন? তাহলে বলি, সাবধান! গোটা পশ্চিম ইউরোপ জুড়ে প্রবল দাবদাহের সতর্কতা জারি করেছেন আবহবিদরা। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি।

     ইতিমধ্যেই শুক্রবার ফ্রান্সে তাপমাত্রার পারদ চড়ল ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস! মৃত্যুও হয়েছে বেশ কিছু মানুষের। বিশ্ব উষ্ণায়নের জেরে জেরবার গোটা দুনিয়া। এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফ্রান্সের দক্ষিণ-পূর্ব শহর কারপেনট্রাসে। এর আগে ২০০৩ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। সেবারে তাপপ্রবাহ হয়েছিল ক্রিস্টল লে আলে এবং কংকেওরাক-এ। ফ্রান্সের তরফ থেকে জানা গেছে, তারা আশংকা করছে, এবারে যেমন তাপপ্রবাহের ধরণ, তাতে করে এই রেকর্ড-ও পেরিয়ে যাবে। সাধারনতঃ যে সব ক্যাফে ওখানে সারাদিনই প্রায় ভর্তি থাকে, সেগুলি এখন পুরো ফাঁকা। রেস্তোরাঁর মালিকরাও জানিয়েছেন, এমন দৃশ্য তাঁরা আগে কখনও ওই শহরে দেখেননি। মানুষ ছাতা হাতে রাস্তায় বেরোচ্ছেন। জার্মানির ব্রান্ডেনবুর্গ-এ থার্মোমিটারের পারদ উঠেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। জার্মানি জুড়ে স্বাস্থ্য দফতর গরম মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে। রিডিং বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিশেষজ্ঞ লেন শ্যাফ্ফরে জানান, এই পরিস্থিতির কারন অবশ্যই জলবায়ুর পরিবর্তন।

    আমাদের এখানে আজ অথবা কাল থেকে শোনা যাচ্ছে বর্ষা শুরু হবে। আজ এক পশলা বৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যেই। তাই আশা করা যায়, কিছুদিনের মধ্যেই বর্ষার আগমন ঘটবে। তবে একথা অনস্বীকার্য, যেভাবে চারদিকে দূষণ বাড়ছে, আমরা যথেষ্ট গুরুত্ব না দিলে ভবিষ্যতে উষ্ণায়নের প্রভাব যে কত ভয়ঙ্কর হয়ে উঠবে, তার ধারণাও করতে পারিনা আমরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...