Weather Update: কলকাতায় কবে পড়বে শীত? কী জানাল আবহাওয়া দপ্তর

শীতের হাওয়া এবার বইতে শুরু করল রাজ্যজুড়ে। এমনই আভাস দিল আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি ছিল। যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। এবার সেটি আরও কমল।

কালীপুজো শেষের ঘন্টা বাজলেই শীতের চাদর মুড়ি দেয় বঙ্গ। কিন্তু চলতি বছরে এই সময় কিছুটা পিছিয়ে গেলেও আর চিন্তা নেই শীতকালপ্রিয় মানুষদের। সোমবার কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমে গেছে। যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট সাতটি জেলায়।


সোমবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে পুরুলিয়ায়। সেখানে পারদ নেমে গিয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া দমদমে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ১৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ক্যানিংয়ে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে পারদ।

অন্যদিকে এইদিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দার্জিলিঙে। সেখানে পারদ ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এ ছাড়া কোচবিহারে ১৬.৭, আলিপুরদুয়ারে ১৬, রায়গঞ্জে ১৫.৯ এবং কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া দপ্তর।


উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আর কমবে না। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...