সম্প্রতি ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে রক্ষা পেয়েছে রাজ্য। কিন্তু দিনভর বৃষ্টিতে ভুগেছে বহু মানুষ। আর তাই দীপাবলির উৎসবে আবহাওয়ার খবর পেতে আগ্রহী সবাই। তবে এই বিষয়ে সাধারণ মানুষকে নিশ্চিন্ত করল আবহাওয়া দপ্তর। কালীপুজোয় উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাই পুজোর আমেজ উপভোগ করতে পারবেন উৎসবপ্রেমী মানুষেরা।
হাইলাইটসঃ
১। পুজোয় উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
২। সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে
৩। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি
৩১ অক্টোবর কালীপুজো। আমাবস্যার রাতে আলোর উৎসবে মেতে উঠবে আপামর জনতা। দুর্গাপুজোয় সাধারণ মানুষ বৃষ্টিতে একটু নাজেহাল হলেও কালীপুজোয় সেই সমস্যা হবেনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের দু-একটা জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস ছাড়া আর সর্বত্রই পরিষ্কার আকাশ ও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বলে জানিয়েছে তারা। এই সময় বাতাস শুষ্ক থাকবে ও আবহাওয়া ঘোরাফেরা করবে ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যে।
তবে কলকাতার আবহাওয়া ভালো থাকলেও সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু তারপর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে শহরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৫ শতাংশ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ আবহাওয়া শুষ্ক। তবে মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হতে পারে। এছাড়াও, পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।