কালীপুজোর পর থেকেই শীতের আমেজ শুরু হয় রাজ্যজুড়ে। কিন্তু চলতি বছরে এখনও ঠান্ডার কোন দেখা নেই। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের যেন আর কমতি নেই। এবার সেই বিষয়েই আপডেট দিল হাওয়া অফিস।
মৌসম ভবনের আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন। এই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্রতল থেকে ৩.৮ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। তারইমধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে একটি সক্রিয় অক্ষরেখা৷ যা সমুদ্রতল থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত৷ এই ঘূর্ণাবর্ত সময়ের সাথে আরও শক্তিশালী হয়ে উঠছে। এর জেরে আগামী ৩৬ ঘন্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে।
এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর জেরে সোমবার থেকে আগামী ৪ দিন ৩ রাজ্যে বৃষ্টিপাত হতে পারে। এ কারণে পঞ্জাব ও হিমাচল প্রদেশে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও, আগামী ১২ থেকে ১৫ নভেম্বরের মধ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেরালায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
বঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের তিন জেলায় বৃষ্টিপাত হতে পারে।