গ্রীষ্মের গোড়াতেই এবার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র। চলতি সপ্তাহে ঝড়েরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বাদ নেই এই তালিকা থেকে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
জানা গেছে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় তা ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগেও বইতে পারে। এছাড়াও চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে কোনও কোনও জেলাতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টি হতে পারে।
উত্তরের জেলাগুলিতে আগামী তিন দিন আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। কিন্তু তার পরে উত্তরবঙ্গেও দিনের বেলায় তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার থেকে কলকাতার আবহাওয়াও মেঘলা থাকবে। বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নামতে পারে, তবে খুব একটা পরিবর্তন হবে না। সামান্য অস্বস্তিকর আবহাওয়া দেখা যেতে পারে রাতের দিকে।