Weather Update In Bengal: আর দু’দিন পরেই বৃষ্টি উধাও হবে দক্ষিণবঙ্গ থেকে, আবারও কী জেলায় জেলায় শুরু হবে তাপপ্রবাহ?

বঙ্গবাসীদের কিছুদিনের অস্বস্তি থেকে দূরে রেখেছিল আবহাওয়া। এবার বিদায়ের পালা! রাজ্যে থেকে চলে যাচ্ছে ঝড়বৃষ্টি। এরপরেই আবার বাড়বে তাপমাত্রা। সোমবার এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। তাহলে কি আবারও তাপপ্রবাহের মুখে পড়বে বাংলা? প্রশ্ন সকলের মনে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। তবে, আগামী বুধবার থেকে সেই বৃষ্টির পরিমাণ কমতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থেকেই উধাও হয়ে যাবে ঝড়বৃষ্টি। এদিন বৃষ্টিতে ভিজতে পারে শুধু পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম। আবহবিদরা জানিয়েছেন যে শুক্রবার থেকে ওই জেলাগুলিতেও বৃষ্টিপাত বন্ধ হবে বলে জানিয়েছে।

আবহাওয়া দফতর সুত্রে আরও জানা গিয়েছে যে সোমবার কলকাতা শহরের আকাশ মেঘলা থাকবে। থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এদিন মেঘলা থাকলেও ভ্যাপসা গরম রয়েছে।

কিন্তু প্রশ্ন একটাই যে আবার কী সেই হাঁসফাঁস গরম পড়বে? আবারও চালু হবে তাপপ্রবাহ? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে যে শুক্রবার থেকে আগামী কয়েক দিনে বঙ্গের তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাবে। তবে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে কি না, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি তাঁরা।

আরও জানা গিয়েছে যে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি উধাও উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুর বাদে বাকি সব জেলাতেই বৃষ্টিপাত হবে রবিবার পর্যন্ত। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সময়। এরপর রবিবারের কাটার পরেই বৃষ্টিপাতের রেশ কমতে পারে উত্তরবঙ্গে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...