Weather Update: রেমালের তান্ডব মিটতেই আবারও অস্বস্তিকর গরম বঙ্গে! বৃষ্টির কী দেখা মিলবে?

রেমালের তান্ডবে স্বস্তির আবহাওয়া তৈরি হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট কাটতেই ফের বদলে গেল আবহাওয়া। বাংলায় ফের শুরু হয়েছে গুমোট অস্বস্তি গরম। অতিষ্ঠ করে তুলছে সকলকে। প্রচন্ড রোদ না উঠলেও, জলীয় বাষ্প থাকার কারণে বেড়েছে আর্দ্রতা।

কিন্তু এই গরম কী এখন স্থায়ী থাকবে নাকি বৃষ্টির মুখোমুখি হবে বঙ্গবাসী? কী বলছে আবহাওয়া দফতর?

জানা গিয়েছে আপাতত মেঘ-রোদের মাঝেই দিন কাটাবে দক্ষিণবঙ্গ। পাশপাশি তাপমাত্রাও বাড়তে থাকবে। আগামী তিন দিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে আমজনতার মধ্যে অস্বস্তি একটা থাকবেই। বিকেল কিংবা সন্ধ্যে নামলে কলকাতা সহ-পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিসের কাছ থেকে।

এছাড়া জানা গিয়েছে যে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি চলবে কয়েকটি জেলায় এবং শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলের কয়েকটি জেলায় ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই জানিয়েছেন আলিপুর।

তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির ফোঁটায় ভিজবে উত্তরবঙ্গ! সাথে চলবে ঝোড়ো হাওয়া।

জানা গিয়েছে আগামী তিন চার দিন বৃষ্টি চলবে উপরের দিকের তিন জেলাতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। শুক্রবার পর্যন্ত চলবে এই ভারী বৃষ্টি। তবে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দক্ষিণবঙ্গের মতন বজায় থাকবে গরম ও অস্বস্তি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...