কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পর্বন।দূর্গা পূজোর রেশ কাটতে না কাটতে মা শ্যামা আসছেন।পুজো শুরু হতে আর দুই দিন বাকি।এখন প্রশ্ন একটাই পুজোর দিনা কি নিম্নচাপ হতে চলেছে।চিন্তার কোনো কারণ নেই।কালীপুজোর দিন আকাশ মুখ ভার করে থাকলেও বৃষ্টি হবে না।আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে,উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এর কারণে ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকলেও। বৃষ্টির সম্ভাবনা নেই।আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,৭ তারিখ অর্থাৎ দীপাবলির দিন থেকে আকাশ পরিষ্কার হবে। এই কয়েকদিন দিনের তাপমাত্রা কমবে না। রাতে হালকা শীতের অনুভূতি হবে।তিনি আরো বলেন,পশ্চিমীঝঞ্ঝার দাপটে তাপমাত্রা এখন বিশেষ কমবে না বলে।৭ তারিখের পর ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ।