ফের রোদের তেজ।বাড়ছে গরম।হাপিত্যেসে এখন দিন কাটাচ্ছে রাজ্যবাসী।সূর্যের প্রকট দৃষ্টি ক্রমান্বয়ে বাড়ছে।দিনকয়েক আগে নিম্নচাপের হাত থেকে রক্ষা পেয়েছে রাজ্যবাসী।কিন্তু এখন সব থেকে বোরো প্রশ্ন কবে আসবে শীত।নিম্নচাপের কারণে আশা জেগেছিলো বৃষ্টির পর রোদ উঠলেই জমিয়ে পড়বে শীত।কিন্তু আদেও কি শীত আসতে চলেছে? আলিপুর আবহাওয়াদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে,এখনও শীত আসতে বেশ অনেক দেরী।কারণ উত্তুরে হাওয়ার অনুকূল পরিবেশ নেই ৷এখনোও রাজ্যে চলবে পূর্বালি হাওয়ার দাপট৷ ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে রোদের তেজ৷শীতের আশা এখন ভুলে আপাতত উপভোগ করুন হেমন্তকে।