Weather Report: সোমবার থেকেই দক্ষিণবঙ্গ ভিজবে বৃষ্টিতে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

পেরিয়ে গিয়েছে আষাঢ় মাসের প্রথম দিবস। এই সময় বঙ্গে বৃষ্টি ঢুকে যাওয়ার কথাই রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কই? বৃষ্টির আশায় দক্ষিণের জেলাগুলি আকাশের দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু জেলায় যতই গরম বাড়ুক, তবুও বৃষ্টির ছিঁটেফোঁটার দেখা মিলছে না।

এবার স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। জানা গিয়েছে সোমবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর সাথেই বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও হাওয়ার বেগ আবার হতে পারে ৫০ কিলোমিটার পর্যন্তও। তবে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বৃষ্টি হলেও সোমবার তাপপ্রবাহ হতে পারে।

এছাড়া জানা গিয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণের কোনও জেলা থেকেই তাপপ্রবাহের সম্ভবনা নেই। সব এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত।  হাওয়া অফিস আরও জানিয়েছে যে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা।

একদিকে যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, ঠিক তেমনই উত্তরবঙ্গ ভাসছে। গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরের জেলাগুলিতে। সিকিমে ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর জল ফুলে উঠেছে। ইতিমধ্যে সিকিমে ধস নেমে বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আটকে আছেন পর্যটকেরা। ফলে, উত্তরে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলেই আশঙ্কা করছে অনেকে। এর মাঝেই সোমবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আলিপুর জানিয়েছে যে সোমবার এবং মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অনেক জায়গাতেই বৃষ্টির পরিমাণ ছাপিয়ে যেতে পারে বলেই জানা গিয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পঙ এলাকাতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। অন্যদিকে, চলবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। এছাড়া সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...