প্রচন্ড গরমে হাঁসফাস অবস্থা শহরবাসীর। সকালে, দুপুরে বা রাতে যখনই বাড়ি থেকে বেরোতে হচ্ছে ঘেমে নেয়ে ফিরতে হচ্ছে। তারই মধ্যে আবারও খুশির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। প্রচন্ড গরমের হাত থেকে মুক্তি মিলতে পারে আগামী ৪৮ ঘন্টার মধ্যেই| কারণ আবারও ধেয়ে আসছে কালবৈশাখী। আগামী ৫ টি জেলায় অবশ্য আগামী ৩ ঘন্টার মধ্যেই ঝড়বৃষ্টি আসতে চলেছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচটি জেলায়। দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুর জেলায় এইসব এলাকাতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়ে গেছে|
জানা গেছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কলকাতার বুকেও আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী| ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস| এর কয়েকদিন আগেই এক সন্ধ্যেতে হঠাত আকাশ কালো করে শহরের বুকে আছড়ে পড়েছিল কালবৈশাখী|তীব্র ঝড় এবং তার সাথে বৃষ্টির জেরে নাকাল হতে হয়েছিল শহরবাসীকে| তবে খানিক নাকাল হতে হলেও সারা সকাল গরমে পোড়ার পর বেশ শান্তি অনুভব করেছিল শহরবাসী| তারপর আবারও উর্ধমুখী হতে থাকে পারদ| সোমবার অর্থাৎ গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রী সেলসিয়াস| আলিপুর আবহাওয়া দফতরের খবর, বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকার দরুন কদিন বেশ ভ্যাপসা গরম ভোগ করতে হবে কলকাতাকে| এরপরই জানা যায়, আগামী কয়েক ঘন্টার মধ্যেই কলকাতাসহ সমগ্র দক্ষিনবঙ্গের উপর আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী ঝড়| আবহাওয়া দফতরের খবর, টানা তিনদিন ধরে চলে এই ঝড়বৃষ্টির খেলা| এই খবরেই আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতা ও তার আশেপাশের জেলার মানুষজন|