মাঘের শুরুতেই উধাও শীত , খলনায়ক ঝঞ্ঝা

কথায় আছে মাঘের শীত বাঘের গায়| অর্থাৎ মাঘের কনকনে ঠান্ডায় শীত লাগে বাঘেরও|

মাঘের শুরুতেই সেই শীত টের পাওয়া তো দুরে থাক উল্টে রীতিমত গরমের অনুভুতি হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিনবঙ্গেই| মাঘের শীতের আমেজ হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার পেছনে দায়ী সেই পশ্চিমী ঝঞ্ঝা| এই বছরের শীতের মরসুমেই দুবার ঝঞ্ঝার প্রকোপে পিছু হটেছে শীত| মধ্যপ্রদেশে তৈরি হওয়া ঝঞ্ঝার কারণে বুধবার মকর সংক্রান্তির দিন থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল| সকালের দিকে কুয়াশার কারণে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে রীতিমত গরম লাগছে| আবার সূর্য ডুবলেই ফিরে আসছে শীতের অনুভুতি| আবহাওয়াবিদরা বলছেন এসময় উত্তরায়নের ফলে দিনে সূর্যের আলো বেশি পরিমানে পৃথিবীতে আসছে যার ফলে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে|

তাপমাত্রা বাড়ার দ্বিতীয় কারণ হিসেবে আলিপুর আবহাওয়া দফতর দায়ী করছে পশ্চিমী ঝঞ্ঝাকে| এরফলে উত্তুরে হাওয়া যেমন একদিকে বাধা পাচ্ছে, অন্যদিকে বাতাসে প্রচুর পরিমানে জলীয় বাস্প ঢুকছে| তারফলে তাপমাত্রা বাড়ছে| আলিপুরের পূর্বাভাস, আগামী ১৯ জানুয়ারি থেকেই দুই বঙ্গের আকাশ মেঘলা থাকবে | উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা ও দক্ষিনবঙ্গের বেশিরভাগ জেলাই শুকনো থাকবে বলে আবহাওয়া দফতর সুত্রে খবর|

আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘন্টার মধ্যে পারদ ২ ডিগ্রি উর্ধ্বমুখী| এ ছাড়া শুক্রবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি, বাঁকুড়ার ১৪.৫ ডিগ্রি, বর্ধমান ১৪.৮ ডিগ্রি এবং দার্জিলিঙের ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর জানিয়েছে, ঝঞ্ঝা কেটে গেলে তাপমাত্রা কমলেও সেভাবে শীতের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ| দিনে ও রাতের তাপমাত্রা হেরফের ও হঠাৎ করে গরম পড়ে যাওয়ার ফলে জ্বর, সর্দি, গলাব্যথার প্রকোপে আক্রান্ত হচ্ছেন অনেকেই| মাঘের শুরুতে সিজন চেঞ্জের মত পরিস্থিতির তৈরি হয়েছে বলেই এই সময় সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা|   

এটা শেয়ার করতে পারো

...

Loading...