বৃহস্পতিবার প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। গত বুধবার জয়েন্ট বোর্ড ঘোষণা করেছিল যে বৃহস্পতিবার, ৬ জুন, দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের রূপান্ন ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ফল জানানো হবে। এরপর বিকেল ৪টে থেকে ওয়েবসাইট, wbjeeb.nic.in-এ গিয়ে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।
কেমন হল ২০২৪ সালের জয়েন্ট পরীক্ষা?
জানা গিয়েছে এদিন সাংবাদিক সম্মেলনে প্রথম দশজনের নাম ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান। আর তাতে দেখা গিয়েছে যে সিবিএসই এবং পশ্চিমবঙ্গ বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে চলেছে লড়াই। মেধাতালিকার প্রথম দশে থাকা চারজন পশ্চিমবঙ্গ বোর্ডের, চারজন সিবিএসই আর দুজন আইসিএসসি বোর্ডের পড়ুয়া। এদিন বোর্ডের চেয়ারম্যান সকলের নাম, স্কুল এবং তার সঙ্গে বোর্ডের নাম ঘোষণা করেছেন।
তাহলে, ২০২৪-এর রাজ্য জয়েন্টে (WBJEE) প্রথম দশ স্থানাধিকারীদের এক ঝলকে দেখা নেওয়া যাক —
- প্রথম- কিংশুক পাত্র। বাঁকুড়া জেলা স্কুল। (WBHSC)
- দ্বিতীয়- শুভ্রদীপ পাল। কল্যাণী এক্সপেরিমেন্টাল হাইস্কুল। (WBHSC)
- তৃতীয়- বিবস্বান বিশ্বাস। কল্যাণীর বিশপ ম্যারো স্কুল। (ISCE)
- চতুর্থ- ইরাদ্রি বসু খণ্ড। দার্জিলিং পাবলিক স্কুল। (CBSE)
- পঞ্চম- ময়ূখ বিশ্বাস। সাউথ পয়েন্ট। (CBSE)
- ষষ্ঠ- ঋতম বন্দ্যোপাধ্যায়। ত্রিবেণী বিদ্যাপীঠ। (ISCE)
- সপ্তম- অভীক দাস। ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। (WBHSC)
- অষ্টম- অথর্ব সিংহানিয়া। দিল্লি পাবলিক স্কুল। (CBSE)
- নবম- শৌনক কর। স্কটিশচার্চ কলেজিয়েট স্কুল। (WBHSC)
- দশম- বিজিত মইষ। নরেন্দ্রপুর বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল। (CBSE)
তবে, মেধাতালিকায় এক থেকে দশে নেই কোনও ছাত্রী।
এদিন পরীক্ষার্থীদের নাম প্রকাশ্যে আনার পরেই ছাত্রী সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।
কবে থেকে শুরু হবে কাউন্সেলিং, তা এখনও জানায় নিই বোর্ড। বোর্ড সুত্রে জানা গিয়েছে যে যোগ্য পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দেখে পরে তা জানানো হবে।