WBJEE 2024 Results: চলতি মাসেই প্রকাশিত হবে ২০২৪ সালের রাজ্য জয়েন্টের পরীক্ষার ফল! কবে?

২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল প্রকাশ্যে এল মঙ্গলবার। এর পরেই বুধবার রাজ্য জয়েন্টের ফল বেরোনোর দিনক্ষণ ঘোষণা করল জয়েন্ট বোর্ড।

জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত করা হবে রাজ্য জয়েন্টের এন্ট্রান্সের ফলাফল। বোর্ডের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে দুপুর আড়াইটে নাগাদ জানানো হবে ফল। এরপর বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

গত বছর অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর মাসে একটি বিজ্ঞপ্তি দিয়ে সালের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার দিনক্ষণ জানানো হয়েছিল। এই বছরের ২৮এপ্রিল অর্থাৎ লোকসভা ভোটের মাঝেই পরীক্ষা দেয় পরীক্ষার্থিরা। একমাসের একটু বেশি সময় পর, ৬ জুন প্রকাশিত হবে ২০২৪ সালের জয়েন্ট পরীক্ষার ফলাফল।

জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বোর্ডের ভবন, ‘রূপান্ন’-তে বসবে সাংবাদিক বৈঠক। সেখানে ঘোষণা হওয়ার পরেই, বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। সেখানে পাওয়া যাবে র‍্যাঙ্ক কার্ড। এরপর বোর্ড ফের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করবে বলে জানিয়েছেন।

প্রতি বছর রাজ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ রাজ্য় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। লিখিত সেই পরীক্ষায় যোগ্যতা অর্জন করলেই কাউন্সেলিংয়ের মাধ্যমে কে কোন কলেজ, কোন বিষয়ে ভর্তির সুযোগ পাবে, সেই সবকিছুর বিষয়ে বলে বোর্ড।

এটা শেয়ার করতে পারো

...

Loading...