এবার প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে ‘এমসিকিউ’ পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ!

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই একাদশ ও দ্বাদশ পড়ুয়ারা সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে। একথা আগেই ঘোষণা করে দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার এল নতুন খবর।

জানা গিয়েছে সিবিএসই বা আইএসসির প্রশ্নের ধরনের সঙ্গে মিল রেখে সিমেস্টারের পরীক্ষার ক্ষেত্রে শিক্ষা সংসদ কিছু নিয়ম তৈরি করল। এই বিষয়ে সংসদ-কর্তারা জানিয়েছেন যে তাঁরা পরীক্ষার প্রশ্নপত্র এমন ভাবে তৈরি করবে, যাতে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে রাজ্যের পড়ুয়ারা কোনওভাবে পিছিয়ে না পড়ে।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যর সংবাদমাধ্যমে জানিয়েছেন যে জাতীয় শিক্ষানীতিতে সিবিএসই এবং আইএসসি বোর্ড, এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন)-এর উপরে গুরুত্ব দিয়েছে। ফলে, এবার তাঁরাও একাদশের প্রথম সিমেস্টার ও দ্বাদশের প্রথম সিমেস্টারে প্রতিটি বিষয়ের পরীক্ষায় এমসিকিউ রাখবে এবং সেটায় নানা বৈচিত্রও থাকবে 

তিনি আরও জানিয়েছেন যে এই এমসিকিউয়ে ৫০ শতাংশ প্রশ্ন থাকবে একদম সাধারণ মানের এবং ৩০ শতাংশ প্রশ্ন থাকবে সাধারণ মানের থেকে কিছুটা কঠিন। আর বাকি ২০ শতাংশ প্রশ্ন থাকবে মেধাবী পড়ুয়াদের জন্য। অর্থাৎ মুখস্থ করে গেলে হবে না। বিষয়ের উপর দক্ষতা থাকলে তবেই ওই ২০ শতাংশের উত্তর লেখা সম্ভব। এছাড়া সরাসরি প্রশ্নের মাধ্যমে সঠিক উত্তর বাছাই নয়, সঠিক উত্তর বেছে শূন্যস্থান পূরণ করার মতো এমসিকিউ থাকবে পরীক্ষায়।  

এই বিষয়ে সংসদ জানিয়েছে যে উচ্চ মাধ্যমিকে প্রথম ও দ্বিতীয় ভাষা ছাড়াও থাকছে ৩টি আবশ্যিক বিষয় এবং একটি ঐচ্ছিক বিষয়। মোট ৫০০ নম্বরে পরীক্ষা হবে।

এছাড়া জানা গিয়েছে যে দু’টি ভাষার পরীক্ষার মধ্যে যে কোনও একটিতে কেউ পাশ নম্বরের থেকে সর্বোচ্চ ৫ শতাংশ কম পেয়ে ফেল করলে, সব থেকে বেশি পাওয়া বিষয় থেকে নম্বর নিয়ে তাকে পাশ করানো হবে। পাশাপাশি আবশ্যিক বিষয়ের একটিতে ফেল করলে এবং ঐচ্ছিক বিষয়ে পাশ করলে, আবশ্যিক বিষয়টি ঐচ্ছিক হয়ে যাবে আর ঐচ্ছিক বিষয়টি আবশ্যিক করে তাকে পাশ করিয়ে দেওয়া হবে। তবে, একজন পরীক্ষার্থী একসঙ্গে দু’টি সুবিধা মোটেই পাবে না। এই সুবিধার বাইরে কোনও পড়ুয়া যদি একাধিক বিষয়ে ফেল করে তা হলে তাকে সাপ্লিমেন্টারি দিতে হবে।

জানা গিয়েছে যে প্রথম সিমেস্টারের সময়সীমা হবে এক ঘণ্টা পনেরো মিনিট এবং দ্বিতীয় সিমেস্টারের সময়সীমা হবে দু’ঘণ্টা।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...