বেরোলো মাধ্যমিক পরীক্ষার ফল

প্রকাশিত মাধ্যমিক ফলাফল, মেধা তালিকার শীর্ষে মেদিনীপুরের সৌগত

প্রকাশিত হল ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বছর সারা রাজ্যে পাশের হার ৮৬.০৭ শতাংশ। মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চসংখ্যায় এবারের মাধ্যমিকের মেধাতালিকায় আছে ৫১ জন ছাত্রছাত্রী। সকলেই প্রায় জেলার। প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের মহম্মদপুরের দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস। প্রাপ্ত নম্বর ৬৯৪। দ্বিতীয় স্থানে দু’জন ছাত্রী। ফালাকাটা গার্লস হাইস্কুলের শ্রেয়সী পাল এবং কোচবিহার ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা। যুগ্মভাবে মেধাতালিকার  তৃতীয় স্থানে রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ক্যামেলিয়া রায় এবং শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল থেকে ব্রতীন মণ্ডল। সর্বোচ্চ পাশের হার নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার ৯২.১৩ শতাংশ। এর পর রয়েছে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ও হুগলি। এই বছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২৮৩৫। এই বছর পাশ করেছে ৮ লক্ষ ৭৬ হাজার ৬৯৪ জন। গত বছরে সর্বোচ্চ পাশের হার ছিল ৮৫.৪৯%।

সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রকাশ করে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ জন। তার মধ্যে ৪ লক্ষ ৫৯ হাজার ২৭৯ জন ছাত্র পরীক্ষা দিয়েছিলেন। ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন ৫ লক্ষ ৯১ হাজার ২৭৯ জন। এই দিনই স্কুল থেকে হাতে মার্কশিট পাবে পড়ুয়ারা। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল পর্ষদ। গতবছর পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৮৩ হাজার ৩৮৮ জন।

 

ছাত্রছাত্রীরা পর্ষদের ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবে। ওয়েব সাইটের ঠিকানা (wbbse.org, wbresults.nic.in)

এছাড়া এসএমএস এর মাধ্যমেও জানা যাবে। এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে,  WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপেও জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।  

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...