বাতিল ডেনিম নতুন করে তোলার টিপস

অনেকেই আছে যাদের শপিং-কেনাকাটা সম্পূর্ণ হয় না ডেনিম ছাড়া। ট্রাউজার্স থেকে শুরু করে জ্যাকেট, ব্যাগ, জ্যুয়েলারি সব কিছুতেই প্রথম পছন্দ ডেনিম। যতই পুরনো হোক ওয়াড্রবে কদর কিছুতেই কমে না। শীত-গ্রীষ্ম-ভরসা ডেনিমই ভরসা।

কিন্তু পুরনো ছেঁড়া, বাতিল জিন্স বড় সমস্যা। একটু-আধটু বা ইঞ্চি খানেক ছেঁড়া বাকি গোটা ট্রাউজার্স ভাল, ফেলে দিতে মন চাই না। তাই জমতেই থাকে।

বাতিল জিন্স দিয়ে ব্যাগ তৈরি সবচেয়ে চেনা আর সহজ সমাধান, কিন্তু সেই সহজ সমাধানও কঠিন হয়ে যায় যদি ব্যাগ তৈরির আস্তানা জানা না থাকে। তবে বাতিল ডেনিমকে আবার ব্যবহার করার হাজার এক উপায় আছে কিন্তু কাজে লাগাতে হবে শুধু ক্রিয়েটিভিটি আর সময়

 

Jeans1

 

চলুন দেখা যায় কী কী করা সম্ভব বাতিল ডেনিম দিয়ে…

১) ডেনিম ব্যাগপ্যাক- একটা ডেনিম= একটা ব্যাগপ্যাক। ডেনিম ব্যাকপ্যাক সব সময় ফ্যাশনে ইন। ভিড়ের মধ্যেও আলাদা করে নজর টেনে নেয়। স্টাইলিশ আর টেকসই ব্যাগপ্যাক তৈরি করা যায় নিজে নিজেই। ইউটিউবে হাজার এক টিউটোরিয়াল ভিডিয়ো পাওয়া যায় নিজেই ব্যাগপ্যাক করার জন্য। 

২) ডেনিম হেডব্যান্ড- ডেনিমের বাতিল অংশ ফিতের মতো কেটে দুটো অংশ জুড়ে হেডব্যান্ড তৈরী করা যায়।

৩) বুক কভার- বইয়ের মলাট, ডায়েরির কভার ডিজাইন করা যায় ডেনিম দিয়ে। ফিকে হয়ে যাওয়া ডেনিম মেটিরিইয়াল দিয়ে কভার করে স্পাইরাল বাইন্ডিন করিয়ে নিলে দিব্যি ব্যবহার করা যায় নোট বুক হিসেবে।  

৪) ওয়াল অরগ্যানাইজার- ডেনিম ট্রাউজার্সের পকেটের অংশ কেটে নিয়ে পর পর জুড়ে তৈরী করা যায় ওয়াল অরগ্যানাইজার। স্টাডি থেকে ডাইনিং কিংবা কিচেন সব জায়গায় ব্যভার করা যায়।

 

Jeans2

 

৫) পার্স, জ্যুয়েলারি, জুতো - এছাড়াও বাতিল ডেনিম দিয়ে ডেনিম পার্স, জুয়েলারি, বিভিন্ন ধরনের শ্যু, চপ্পল, স্লিপার্স তৈরী করা যায়।

৮) ডেনিম কোস্টার- কোস্টার, ককটেল ন্যাককিন, টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করা যায়।  

৯) ফ্লোর ম্যাট- ফ্লোর ম্যাট, ব্ল্যাঙ্কেট কভার, পিলো কভার, ম্যাট্রেস বানানো যায় বাতিল ডেনিম দিয়ে। ম্যাট্রেস অবশ্য ডেনিম জুড়ে জুড়ে করতে হবে। একটা মাত্র ট্রাউজার্স, শার্ট বা জ্যাকেট দিয়ে হবে না।

এক রঙের ড্রেস , টি-শার্টের মধ্যে এপ্লিকের কাজ করা যায় পুরনো ডেনিম মেটিরিয়াল দিয়ে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...