এবার কোচের ভূমিকায় ওয়েন রুনি

বয়সের ভারে একদিন সকলকেই খেলোয়াড়ি জীবনকে পরিত্যাগ করে, কিন্তু নিজের মধ্যেকার খেলোয়াড়ি সত্ত্বাকে সে ভুলবে কি করে? তাই খেলা ছেড়ে দিলেও খেলার সাথে নানাভাবে যুক্ত থাকার চেষ্টায় থাকেন খেলোয়াড়রা। ফুটবলাররা অবসর নেওয়ার পর আকছারই দেখা যায় তারা কোচিং কিংবা ম্যানেজমেন্টে ঢুকছেন। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড থেকে শুরু করে থিয়েরি অঁরি, এমনকি বর্তমানের অন্যতম সেরা কোচ পেপ গার্ডিওলা, হোক কিংবা মওরিসিও পচেত্তিনোসকলেই খেলোয়াড়ি জীবনের পরেই কোচিংকে নিজেদের পেশা বানিয়ে ফেলেছেন। এবার তাতে নয়া সংযোজন হতে চলেছেন ইংল্যান্ড এর প্রাক্তন তারকা স্ট্রাইকার ওয়েন রুনি।

বর্তমানে রুনি খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্র এর ক্লাব ডিসি ইউনাইটেডে। কিন্তু এবার খেলার পাশাপাশি তিনি কোচিংয়েও মনোনিবেশ করবেন। মঙ্গলবার ইংল্যান্ড এর দ্বিতীয় ডিভিশনের ক্লাব ডার্বি কাউন্টিতে সহকারী কোচ হিসেবে চুক্তি সই করলেন রুনি। আগামী বছরের জানুয়ারী থেকে তার কাজ শুরু হবে।

চুক্তি সই করতে পেরে আপ্লুত রুনি। সাংবাদিকদের উদ্দেশ্যে রুনি জানান যে তার বরাবরই ইচ্ছে ছিল খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর পেশাদারি কোচ হওয়ার। তার একসময়ের ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ফিল নেভিল এই মুহুর্তে ইংল্যান্ড এর মহিলা দলের কোচ, জাতীয় দলের সহযোদ্ধা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড চেলসির কোচ। সুতরাং তাদের দেখে অনুপ্রাণিত হয়ে রুনি ম্যানেজমেন্টে পা বাড়ালেন কিনা সে তিনি বলেন, “এটি দারুণ ব্যাপার যে তারা ম্যানেজমেন্টের দিকে যাচ্ছে। কিন্তু তার জন্য আমি এই সিদ্ধান্ত নিইনি। আমার বরাবরই লক্ষ্য ছিল ম্যানেজমেন্টে কাজ করার

আসন্ন জানুয়ারী থেকে রুনি ডার্বি কাউন্টির বর্তমান কোচ ফিলিপ কোকুর পরিবর্তে কাজ করবেন। রুনি অ্যাকাডেমি ফার্স্ট টিমের দেখাশোনা করবেন। আর এর জন্য তাকে মার্কিন লিগ থেকে কিছু সময় সরে আসতে হবে এমনটাই আর্জি করেছিলেন কোকু, আর তাতে সম্মতিও দেন রুনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...