উত্তরপ্রদেশের সাথে জলপথে জুড়ল কলকাতা,চালু হলো দেশের প্রথম আন্তঃ রাজ্য়ীয় জলপথ পণ্য পরিবাহী পরিষেবা, কলকাতা থেকে বারানসী পর্যন্ত চলবে এই জলপথে পণ্য পরিবহন| কেন্দ্রের উদ্যোগে এই পরিষেবা চালু হল দেশে, কলকাতা থেকে যাত্রা শুরু করতে চলা পণ্যবাহী জাহাজ নামকরণ করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ঠাকুর’| সূত্রের খবর থেকে জানা গেছে যে পেপসিকোর ১৬ টি কন্টেনার নিয়ে যাত্রা শুরু করবে এই জাহাজ| সড়ক, রেলের পর এবার জলপথে পণ্য পরিবহনের নজির গড়তে চলেছে দেশ|