বুধবার জলশূন্য থাকবে দক্ষিণ কলকাতা

আমরা প্রতিটা সেকেন্ডে-সেকন্ডে অনুভব করি জীবনে জলের প্রয়োজনীয়তা। আর জীবনদায়ী সেই জল ছাড়াই কিনা কাটাতে হবে গোটা একটা দিন! হ্যাঁ, আগামী ১২ জুন সারাদিন ব্যাপী বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার জল পরিষেবা। শনিবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মাঝেরহাট ব্রিজের নিচ দিয়ে গিয়েছে গার্ডেনরিচ জলপ্রকল্পের একটি বড় পাইপ লাইন। ব্রিজ ঢালাইয়ের কাজের জন্য ওই দিন গার্ডেনরিচের জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। ওই দিন সকাল থেকে দক্ষিণ কলকাতা ও তার পার্শবর্তী বিস্তীর্ণ এলাকা থাকবে জল শূন্য।

পুরসভার বিজ্ঞপ্তি অনুসারে, আগামী বুধবার সকাল ১০টা থেকে সারাদিন যাদবপুর, চেতলা, হরিশ পার্ক, লায়েলকা, কালীঘাট, রানিকুঠি, গল্ফগ্রিন এবং গড়িয়া বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ থাকবে। যার ফলে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা এবং ৮, ৯ এবং ১০ নম্বর বোরো এলাকায় সম্পূর্ণ এবং ১১ এবং ১২ নম্বর বোরোতে আংশিক ভাবে জল পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত কাজ মিটিয়ে যাতে শীঘ্র পরিষেবা চালু করা যায় সেই চেষ্টাই করবে পুরসভা। ১৩ মে সকাল থেকে ফের জল সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...