জলভরা গ্রহাণু

হিন্দিতে একটি কথা আছে,

বগল মে ছোরা অর শহর মে ধিন্ডোরা!

অর্থাৎ নিজের কাছেই যা আছে, আমরা সেটা অগ্রাহ্য করে চারদিকে তার সন্ধানে ঘুরে বেড়াই। তেমন ভাবেই বলা যেতে পারে, পৃথিবীর বাসিন্দা হয়ে আমরা মঙ্গলে জলের সন্ধান করতে যাই যেখানে নীল গ্রহের কাছেই রয়েছে জলে পূর্ণ গ্রহাণুরা|

তাহলে আর অন্য কোনো গ্রহে জলের সন্ধান করার সাথে সাথে আমরা যদি এইসব জলে ভর্তি গ্রহাণুদের কাছ থেকে জল নিতে পারি কি?

আমাদের বিজ্ঞানীরা দিনের পর দিন গবেষণা করে যাচ্ছেন  মঙ্গলে গিয়ে এখানকার মানুষরা থাকতে পারবে কিনা, থাকার মত পরিবেশ আছে কিনা| এই পরিস্থিতিতে মঙ্গলের দক্ষিন মেরুতে পাওয়া গেছে একটি গহ্বর, সেখানকার ভেতরে  জলের স্রোত আছে কিনা তাই নিয়ে গবেষণা চলছে নীল গ্রহের বিজ্ঞানীদের|

মহাকাশ নিয়ে বৈজ্ঞানিকদের গবেষণা চলে নিরন্তর| আর এই গবেষণা থেকেই জানা গেছে, পৃথিবীর খুব কাছেই রয়েছে জলে পূর্ণ প্রায় ৩৫০টি থেকে ১০৫০টি গ্রহাণু|  আর এই গ্রহাণুদের মধ্যে থাকা খনিজসম্পদ গুলি থেকে প্রচুর পরিমানে জল বের করা যাবে, এই জলের পরিমান ৪০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার কোটি লিটার হতে পারে| বৈজ্ঞানিকদের মতে, এই জল যদি আমাদের গ্রহে আনা হয় তাহলে অলিম্পিক খেলার জন্য ব্যবহৃত সুইমিং পুলের দেড় থেকে পাঁচ লক্ষ ভরিয়ে দিতে পারে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ’ নামক একটি ইউনিয়ন আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে এই তথ্য প্রকাশ পেয়েছে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...