এবার ভারতে জল-বিমানবন্দর

আমরা তাড়াতাড়ি কোথাও পৌঁছানোর জন্য এয়ারলাইন্সকেই বেশি গুরুত্ব দিই। তার জন্য এয়ারপোর্টও রয়েছে। ভাবুন তো, যদি জল থেকে সরাসরি আকাশে উড়ে যাওয়া যেত! দারুন হত না?  হ্যাঁ, এবার থেকে এরকম পরিষেবা পেতে চলেছেন ভারত থেকেই। জল থেকে বিমান ওড়ে বাইরের বিভিন্ন দেশে। কানাডা, মালদ্বীপ সহ বিভিন্ন দেশে এই ব্যবস্থা রয়েছে। তবে ভারতে এবার প্রথম এই ব্যবস্থা চালু হতে চলেছে। তার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ  উড়ান -৩ প্রকল্পে ওয়াটার এয়ারপোর্ট তৈরির পরিকল্পনা করতে চলেছে। যে ভাবে ঠিক জাহাজলঞ্চ জেটি তথা বন্দরের গায়ে এসে দাঁড়ায়, ঠিক একই ভাবে বিমানগুলি এসে জেটিতে দাঁড়াবে। কিছু  বিমান শুধু  জলেই চলবে। আবার কিছু বিমান চলবে জল ও স্থল দুটিতেই। জানা গিয়েছে, নদী, হ্রদ অর্থাৎ যে জায়গার  জল স্থির সেখানে এই বিমান চালানো হবে। এক্ষত্রে জলের গভীরতা হবে দুই মিটার। তবে জল থেকে যে বিমান গুলি ওঠা নামা করবে সেই বিমান গুলির আকৃতি হবে তুলনা মূলক ছোট। অর্থাৎ উক্ত বিমানের আসন সংখ্যা  হবে ২০টি। কারন বিমান গুলির টেকঅফ, ল্যান্ডিং ও পার্কিং সমস্ত কিছুই  হবে জলে।  প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে, ওড়িশার চিলকা হ্রদ ও গুজরাটের সবরমতী নদী থেকে এই বিমান চালান হবে। এছাড়াও বিমান কর্তৃপক্ষ জানান, পোর্ট ব্লেয়ারের হ্যাভলক, উত্তরাখণ্ডের তেহেরি বাঁধমেঘালয়ের উমরাংশু লেক সহ আরো কিছু জায়গায় জল-বিমানবন্দর নির্মাণ করে এই ছোট বিমান চালানো হবে বলে জানা গেছে। মূলত পযর্টকদের সুবিধার্থে এমন একটি পরিকল্পনা করা হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...