অনেকদূর এগিয়ে গিয়েছে ‘রানী রাসমণি’ ধারাবাহিকের গল্প। বার্ধক্যের দোড়গোড়ায় আজ রানী। দাস পরিবারে এসেছে বহু নতুন সদস্য। রানীর সংসার আজ বিশালাকায়। পিরিয়ড ড্রামা হিসেবে ‘রানী রাসমণি’ এক নজির সৃষ্টি করেছে তা বলাই বাহুল্য। শুরুর দিন থেকে দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। বিশেষত, দিতিপ্রিয়ার অভিনয় এক উল্লেখযোগ্য স্বাক্ষর বহন করেছে এই ধারাবাহিকে। ক্লাস টেন-এ পড়াকালীন এক প্রাপ্তবয়স্কা বঁধুর চরিত্রে অভিনয় করেছে সে। শুধু তাই নয়, ইতিহাস মেনে মা’ও হয়েছে ধারাবাহিকে। এই চরিত্রে অভিনয় করার জন্য কণ্ঠস্বরেও দিতিপ্রিয়া এনেছিল পরিবর্তন। যারা এই ধারাবাহিক দেখেন তাঁরা জানেন যে আজ বৃদ্ধা রানীকে কী ভাবে দর্শকের সামনে উপস্থাপন করছে রানী। তার কণ্ঠস্বরে রয়েছে বার্ধক্যের ছাপ। আজ জীবনের শেষ বেলায় হাজির রানী। ধারাবাহিকে এসে হাজির একঝাঁক নতুন চরিত্র। যদুনাথের সঙ্গে বিয়ে হয়েছে আশালতার। এই আশালতার চরিত্রে রয়েছেন অলকানন্দা গুহ।
প্রসঙ্গত, অলকানন্দা এর আগে ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’ ধারাবাহিকে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অভিনয় করেছেন। সেই জায়গা আজ পূরণ করছেন শ্রীমা ভট্টাচার্য। তা ছাড়াও কালারস বাংলার ব্যোমকেশ, রবি ঠাকুরের গল্প, প্রথম প্রতিশ্রুতি সহ আরও বহু ধারাবাহিকে অভিনয় করেছেন অলকানন্দা গুহ।
রাসমণির বড় নাতি অর্থাৎ পদ্মমণির ছেলে মহেনের ভূমিকায় দেখা যাবে সায়ক চক্রবর্তীকে। সায়ক বাংলা টেলিভিশনের বহু পরিচিত মুখ। দিনকয়েক আগেও 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে আশরফির ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’ ধারাবাহিকে শ্রী কৃষ্ণর চরিত্রে তাঁকে দেখছেন দর্শক।
তৃতীয় প্রজন্ম নিয়ে রানীর জার্নি শুরু হয়েছে। আগামিকাল সায়কের আত্মপ্রকাশ ঘটবে ধারাবাহিকে। তাই দেখতে ভুলবেন না ‘রানী রাসমণি’ সোম থেকে রবি সন্ধে সাড়ে ৬ টায়, জি বাংলায়।