নিজের জীবন গড়ার লক্ষ্যে ছুটছে শবনম। পরীক্ষার প্রস্তুতিতে এখন ব্যস্ত সে। ওদিকে শবনমকে পরীক্ষায় কিছুতেই বসতে দেওয়া যাবে না বলে নানা রকমের বুদ্ধি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে রোহিণীর। আর সে তাতে সফলও হয়। তার চক্রান্তের কবলে পড়ে শবনম।
পরীক্ষার দিন এমন এক পরিস্থিতি রোহিণী তৈরি করে যে শবনম পরীক্ষাতেই বসতে পারে না। এবার কী করবে শবনম? একদিকে তো আজও যশের স্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে না সে। তার উপরে নিজের একটা আইডেনটিটি গড়ার পিছনে ছুটতে গিয়ে বারবার সে বাধাপ্রাপ্ত। যশ কি পারবে শবনমকে এই অবস্থা থেকে রক্ষা করতে?
আগামী ২৭ থেকে ৩১ মে এই ধারাবাহিকের মহাসপ্তাহের জন্য বরাদ্দ করা হয়েছে। রোহিণীর চক্রান্তে শবনমের পরীক্ষায় বসতে না পারা, এই সবকিছু ঘটে যাওয়ার পর যশের ভূমিকা- এই সব গল্পেই সাজানো হয়েছে ধারাবাহিকের মহাসপ্তাহ।
হিন্দু-মুসলিমের প্রেমের গল্প এবং ফ্যামিলি ড্রামা দুটি দিককেই খুব সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকে।
মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, সুমন দে, চিত্রা সেন, রাজ্যশ্রী মজুমদার, জয়জিত বন্দ্যোপাধ্যায়, অনুশ্রী দাস, রাজন্যা, রাহুল চক্রবর্তী সহ টিমের বাকি সকলের নিষ্ঠায় এই ধারাবাহিক দর্শকের মন ভরাচ্ছে। তাই টি আর পি’র কাঁটাও ঊর্ধগামী।
‘নকশিকাঁথা’ দেখুন প্রতি সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায়, জি বাংলায়।