এবার নিমাইবদল

এবার নিমাই বদল। কালারস বাংলা চ্যানেলে চলছে ধারাবাহিক মহাপ্রভু শ্রী চৈতন্য’। নিমাইয়ের ভূমিকায় এতদিন যাকে দেখে এসেছেন দর্শক এবার তাঁর বিদায়। নিমাই চরিত্রে শুভ রায়চৌধুরীর জায়গায় এসেছেন আর্য চন্দ্র। আর্য, ইন্ডাস্ট্রির আনকোরা মুখ নন। এর আগে রানুর প্রথম ভাগ, ইন্দিরা-তে উপেন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আকাশ আটের ছয় মাসের সাহিত্য একা নয় একান্নবর্তী'-তেও অভিনয় করছেন তিনি। আর্য নাটক করেন নিয়মিত। সুতরাং নিমাইয়ের চরিত্রটি মেলে ধরা খুব একটা কঠিন কাজ নয় তাঁর কাছে।

চরিত্র প্রসঙ্গে আর্য চন্দ্র জানান- আমি এর আগে ‘মহাপ্রস্থানের অন্তরালে’ নামের একটি নাটকে নিমাইয়ের চরিত্রে অভিনয় করেছি। সুতরাং চরিত্রটি সম্বন্ধে আমার সম্যক জ্ঞান আছে। তবে, কারো করে যাওয়া একটি চরিত্রকে আরেকজন করতে গেলে বিষয়টা বেশ চ্যালেঞ্জিং বলে মনে হয়। কারণ সেই মানুষটিকে এতদিন মানুষ যে চরিত্রে বসিয়ে ফেলেছেন সেখানে জায়গা করে নেওয়াটা খুব একটা সহজ কাজ নয়। আমি চেষ্টা করব। থিয়েটার আর ধারাবাহিকে কাজ করার মধ্যে বিস্তর ফারাক আছে। তাই আপাতত ডিরেক্টরের নির্দেশ মতোই কাজ করছি। নিজের কারিকুরি দেখানোর চেষ্টা করছি না।

প্রসঙ্গত, নিমাই চরিত্রটির জন্য নিজের লাইফস্টাইলে অনেক পরিবর্তন এনেছিলেন শুভ রায়চৌধুরী। মদ্যপান এমনকী আমিষ খাবার খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। পার্টিমুখী শুভ পার্টি যাওয়া ছেড়ে দিয়েছিলেন। তার বদলে তিনি গীতা, শ্রী কৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চর্যাপদ পড়তেন।

ধারাবাহিকের গল্প অনুযায়ী টাকাপয়সা হারিয়ে ফেলেছে শ্রীবাস। এ কথা শোনার পর নিমাই ঠিক করে যে সে লক্ষ্মীপ্রিয়ার সব গয়না বিক্রি করে টাকা জোগাড় করবে। এই কথা শোনার পর জগাই ভয় পায়। সে নিমাইকে এই কাজ করতে দেবে না বলে ঠিক করে। আর তাই সে মাধাইয়ের সাহায্য চায়। সে নিমাইকে এই কাজ থেকে আটকাতে মাধাইকে দায়িত্ব দেয়। নিমাই যখন লক্ষ্মীপ্রিয়ার গয়না নিয়ে বিক্রি করতে যাচ্ছে তখন মাধাই নিমাইকে পিছন দিয়ে ধাক্কা মারলে নিমাই পড়ে যায়।

ওদিকে নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিয়ের কথা। সেই বিয়ে কি আদৌ সম্পন্ন হবে সুস্থভাবে? নাকি সেখানেও লুকিয়ে আছে কোনও বিপদের আশঙ্কা? জানতে হলে দেখতে হবে এই সপ্তাহের প্রত্যেকটি পর্ব। মহাপ্রভু শ্রী চৈতন্য দেখুন সোম থেকে শনি সন্ধে সাড়ে ৬ টায়, কালারস বাংলায়।   

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...