‘যখন টোটাল ফেল আসল বউ খেল দেখাবে কলের বউ’ বেশ অনেকদিন ধরেই প্রোমো চলছে চ্যানেলে। টেলি প্রেমী দর্শক জানেন স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'কলের বউ'।
বেশ মজাদার এই ধারাবাহিক। একজন বৈজ্ঞানিক কেন এক অজ গ্রামের মেয়েকে বিয়ে করে আনে যে লেখাপড়া জানে না, আদব কায়দা জানে না, কী ভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় জানে না। নাম তার টেপি। টেপির তারে পেচানো বিনুনি তার ইউ এস পি। টেপির মতো অবিকল দেখতে একটি রোবট বানায় সাইনটিস্ট দীপ বন্দ্যোপাধ্যায়। টেপির দ্বারা যে কাজ সম্ভব হয় না সেটা করে দেবে রোবট বউ। আর টেপি শুধুই খায় আর ঘুমায়। খাওয়া আর ঘুম পরিপূর্ণ হলে যদি একটু সময় পাওয়া যা তা হলে সেই অবসরে সে স্বরবর্ণ আর ব্যাঞ্জনবর্ণ শেখে। এবার এই দুই বউকে কী ভাবে দীপ সামলায় সেটাই দেখার।
দীপের চরিত্রে রোহন ভট্টাচার্য, টেপি আর রোবট বউয়ের চরিত্রে তৃণা সাহা। এ ছাড়াও রয়েছেন সোমা চক্রবর্তী, রাজা চট্টোপাধ্যায়, রূপসা চক্রবর্তী, সোহম বসু রায় সহ আরও অনেকে। পরিচালক স্নেহাশিস চক্রবর্তী।
চ্যানেলের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। হাজির ছিলেন তৃণা সাহা, রোহন ভট্টাচার্য, রূপসা চক্রবর্তী, সোহম বসু রায়।
প্রত্যেকেই নিজের চরিত্র নিয়ে খুশি। রোহন জানান-"আগেরবার স্নেহাশিস দা ভজ আর গোবিন্দকে অনেক খাটিয়েছেন। এবার তিনি ভেবেছেন আমার একটু বিশ্রামের প্রয়োজন। তাই আমাকে একটি হালকা রোলে রেখে আমার দুই স্ত্রী'কে বসার ফুরসত দেবেন না। রোবট বউ প্রচুর কাজ করবে। আর টেপি বউ শুধুই খাবে। খাওয়াটাই তার আসল কাজ। সমস্যা হল এই দুজনকে দীপ মানে আমি সামলাব কী ভাবে। সেটাই দেখা যাবে এই ধারাবাহিকে।"
তৃণার কথায়- "এই প্রথম ডাবল রোলে আমি। খুব এক্সাইটেড লাগছে। দুটোর ফ্লেভার একদম উলটো। ফলে নিজেকে বেশ অন্যরকম লাগছে। ১৪ ঘণ্টা তারের বিনুনি বেধে কাটাতে হচ্ছে। তবে এই গরমে বেশ আরামদায়ক এই বিনুনি।"
'কলের বউ' আসছে ২৭ মে থেকে। সম্প্রচারিত হবে সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায় স্টার জলসায়।