রবিবার রাতের জলপাইগুড়ির ‘তান্ডব ঝড়’ কি আসলে কালবৈশাখী নাকি টর্নেডো? কি বলছে আলিপুর আবহাওয়া দফতর?

রবিবার রাতে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। জানা গিয়েছে যে এদিন ঝড়ের জেরে গাছে চাপা পড়ে মৃত্যু হয় চার জনের এবং তিনশোর বেশি গিয়ে দাঁড়িয়েছে আহতের সংখ্যা।

উত্তরবঙ্গে ঝড় হওয়াটা কিছু নতুন নয়, কিন্তু রবিবারের ভয়ংকর সেই তান্ডব সত্যি চিন্তার বিষয়! কিছুক্ষণের ঝড়েই বিপর্যস্ত হয়ে যায় জলপাইগুড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি। ঝড় শেষ হতেই, নিমেষের মধ্যে সেই ভয়ংকর ভিডিও ছড়িয়ে পড়েছিল গোটা সোশ্যাল মিডিয়ায়। 

এই ঘটনার পরেই জরুরি ভিত্তিতে রবিবার রাতেই জলপাইগুড়ি পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বায়ুসেনা থেকে অনুমতি পেতেই দমদম বিমানবন্দর থেকে রওনা দিয়েছিলেন তিনি।

কিন্তু সকলের প্রশ্ন অন্য জায়গায়। জলপাইগুড়িতে যে ঝড়ের তাণ্ডব ঘটল, সেটা কি ধরণের ঝড়?

image_2024_04_02T06_24_40_384Z

সেই ভিডিও দেখে আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে যে এই ঝড় কোনও সাধারণ কালবৈশাখী নয়, বরং টর্নেডো শ্রেণির মধ্যে পড়ে এই ঝড়। এই ভয়ংকর ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় সব এলাকা। এছাড়াও উপড়ে যায় বহু গাছ। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা গিয়েছে যে ফাঁকা চাষজমি পেরিয়ে কুণ্ডলীর মতো এগিয়ে আসছে ঝড়। দানবের মতো কালো ঘূর্ণিঝড় দেখে ভয়ে আঁতকে উঠেছিল বহু মানুষেরা।

তবে, মার্চ মাসের এই সময় এই ধরনের ঝড় বিরল হলেও অস্বাভাবিক নয়। এর আগেও এই রাজ্যে এমন মিনি টর্নেডো দেখা গিয়েছে। তবে এইদিনের ঝড়ের পর আবহাওয়া দফতর জানিয়েছে যে গোটা বিষয়টি খতিয়ে দেখছে তারা। 

রবিবার রাতেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সকলের সাথে দেখা করে আসেন মুখ্যমন্ত্রী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...