পরাজয়ের হ্যাট্রিক ব্যাঙ্গালোরের

আইপিএলে কিছুতেই ভাগ্য ফিরছে না ব্যাঙ্গালোরের। রবিবার ফের হায়দ্রাবাদের বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হল তাদের। বেয়ারস্টো ও ওয়ার্নারের জোড়া শতরানমহম্মদ নবির অনবদ্য বোলিংয়ের জেরে ১১৮ রানে জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কোহলি। শুরু থেকেই ব্যাট হাতে বিধ্বংসি হয়ে ওঠে ড্যোভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো।  ব্যাঙ্গালোরের বোলারদের নিয়ে ছেলে খেলা শুরু করে এই দুই ব্যাটসম্যান। বেয়ারস্টোর ১১৪ রান আর ড্যাভিড ওয়ার্নারের ১০০ রানের ওপর ভর করে ২৩১ রান করে সানরাইজার্স।  জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ে ব্যাঙ্গালের। আফগানিস্তান স্পিনার মহম্মদ নবি বিন্দুমাত্র সুযোগ দেয় নি ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানদের।  একে একে পার্থিভ প্যাটেল, শিমরন হেটমায়ার, এবি ডিভিলিয়ার্সের মত ব্যাটসম্যানদের উইকেট নিয়ে দলকে জয়ের কিনারায় পৌঁছে দেন তিনি। ব্যাঙ্গালোরের হয়ে কলিন ডি গ্র্যান্ডহোম কিছুটা চেষ্টা করলেও ২৩১ রান তাড়া করার জন্য যথেষ্ট ছিল না। অবশেষে ১১৩ রান করেই শেষ হয় ব্যাঙ্গালোরের ইনিংস।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...