২০১৯ এ সেরা ছন্দে রয়েছে কলকাতা ও চেন্নাই। দুটো দলই একটা করে ম্যাচ হেরে প্র্রথম দুই স্থান দখল করে রেখেছে। যদিও রান রেটের উপর ভিত্তি করে প্রথম স্থানে রয়েছে কলকাতা। এখন দেখার এই ম্যাচ জিতে কোন পক্ষ প্রথম স্থান দখল করে রাখতে পারে। চিপোকের বাইশ গজ আবার স্পিন সহায়ক। সেদিক থেকে দেখতে গেলে কলকাতার বাজি যেমন হতে পারে কুলদীপ, পীযুষ আর নারাইন তেমন-ই চেন্নাই এর বাজি হতে পারে ভাজ্জি, ইমরান তাহির বা রবীন্দ্র জাদেজা। যদিও এখনো অবধি ভালো ফর্মেই রয়েছে জাদেজা। তাই চিপোকের বাইশ গজে যে লড়াই টা দুই দলের স্পিনারদের মধ্যে হবে তা বলাই বাহুল্য। যেহেতু খেলা রাতের দিকে তাই শিশির এর উপর খেলার প্রভাব কিছুটা থাকবে তা নিশ্চিত ভাবে বলাই যায়। তাই, যেই পক্ষই টসে জিতুক তারা আগে ব্যাট করে চাপে রাখতে চাইবে প্রতিপক্ষকে। আর চেন্নাই এর টপ অর্ডার কে ভাঙার দায়িত্ব যে কুলদীপ, নারিন, পীযুষ এর উপর থাকবে তা নিশ্চিত ভাবে বলাই যায়। এখন দেখার এই আইপিএলে কোন দল প্রথম, দুই সংখ্যার পয়েন্টে পৌঁছোয়।