Tata EV Cars: ভাবছেন টাটার কোন ইভি গাড়িটি কিনবেন? জেনে নিন টাটা কার্ভ এবং নেক্সনের মধ্যে কী বদল রয়েছে

বাজারে আসছে টাটার আরও এক গাড়ি। এই মরশুমে টাটা মোটরস বাজারে একাবারে উপযোগী করে তোলার জন্য তাদের কার্ভ ইভি মডেলটিকে ভালো করে প্রস্তুত করছে। প্রথমে গ্রাহকেরা বাজারে দেখতে পাবেন টাটা কার্ভের বৈদ্যুতিন ভার্সন। এবার তারপর বাজারে আসবে ডিজেল ভার্সনের মডেল। তবে এখানেই শেষ নয়, পেট্রোল ও সিএনজি ভার্সনের মডেলও বাজারে নিয়ে আসার পরিকল্পনা করেছে টাটা মোটরস।

জানা গিয়েছে এই টাটা কার্ভ ইভি মডেলটি তৈরি হবে acti.ev গঠনের ওপরে। এর আগে এই গঠনেই তৈরি হবে টাটা পাঞ্চ ইভির মডেলটি। গাড়িটির ভেতরে একটা বেশ ফ্লেক্সিবল আর্কিটেকচার রয়েছে। শুধু তাই নয়, একটা রুমি ইন্টিরিয়র রয়েছে এই টাটা কার্ভের মডেলে।

চলুন আজ জেনে নিই টাটা কার্ভ এবং টাটা নেক্সনের মধ্যে কী কী ফিচার্সের বদল এনেছে টাটা মোটরস।

প্রথমেই বলা যাক যে এই টাটা কার্ভ ইভিতে একেবারে আলাদ আর্কিটেকচার রয়েছে। তবে, টাটা পাঞ্চের মতন এই গাড়িতেও ফ্রাঙ্ক ডিজাইন রয়েছে। ইভি গাড়িগুলিতেই এই ফিচারটি দেখতে পাওয়া যায়, যা সঙ্গে একটি বিস্পোক ইলেকট্রিক প্ল্যাটফর্ম, একটা বড় ডিফারেনশিয়েটিং প্ল্যাটফর্ম রয়েছে। অন্যদিকে, নেক্সন ইভির থেকেও এই গাড়িতে বেশি স্পেস রয়েছে।

 নেক্সনের থেকে আসন্ন টাটা কার্ভ লম্বায় অনেকটাই বড়। ৩১৩ মিমি দৈর্ঘ্য এবং রয়েছে হুইলবেসের আকারও। অনেকেই আশা করছেন যে এই কার্ভ ইভি গাড়িতে বুট স্পেসও অনেক বড় হবে। এছাড়া ৪২০ লিটারের বুট স্পেস থাকছে টাটা কার্ভে, ফলে ইন্টিরিয়র স্পেস হিসেবে অনেকটাই বেশি রয়েছে টাটা কার্ভে।

কার্ভ ইভিতে নেক্সনের থেকেও বড় ব্যাটারি প্যাক থাকবে বলে জানা গিয়েছে। ফলে, এই টাটা কার্ভ হতে চলেছে সবচেয়ে দক্ষ এবং এবং বেশি রেঞ্জের ইভি। এছাড়া জানা গিয়েছে যে মাল্টি লেভেল রেগান ব্রেকিং সিস্টেম লাগানো থাকায় ৫০০ কিমি রেঞ্জ দেবে এই টাটা কার্ভ।

দেখা যাচ্ছে যে এই নেক্সন ইভির থেকে টাটা কার্ভের ইভিতে অনেক বেশি ফিচার্স রয়েছে। ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল থেকে শুরু করে প্যানোরমিক সানরুড, ৬ ওয়ে পাওয়ার্ড ড্রাইভার সিট, মেমোরি ফাংশন প্লাস, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ADAS সিস্টেম, সহ বহু নতুন ফিচার্স।

তাহলে কী ভাবছেন? টাটা কার্ভ ইভির ব্যপারে আরও জানতে হলে যোগাযোগ করুন এই টাটা ডিলারদের সঙ্গে।

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কালনায় অবস্থিত।

কল করুন - +91 7477792320

এটা শেয়ার করতে পারো

...

Loading...