‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষে 'ওয়াকাথন'-এর সূচনা

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলত, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নতুন দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছে কমনওয়েলথ গেমস ভিলেজ স্টেডিয়ামে বয়স্কদের জন্য 'ওয়াকাথন'-এর সূচনা করেন। ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এই ওয়াকাথন-এর আয়োজন করেছিল। দিল্লির কনফেডারেশন অফ সিনিয়র সিটিজেনস অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানটির সহায়তায় ছিল। দিল্লির বিভিন্ন এলাকার বহু বর্ষীয়ান ব্যক্তি ওয়াকাথনে অংশ নেন। এর পাশাপাশি ছিল ক্যুইজ ব্যাঙ্ক, বর্ষীয়ান নাগরিকদের সাংস্কৃতিক এবং সংগীতানুষ্ঠান ও পুলিশ ব্যান্ডের সঙ্গে যোগ এবং ফিটনেস অনুশীলন।

                     ২০০৫ সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক বর্ষীয়ান ব্যক্তি দিবসে এনআইএসডি এই ওয়াকাথন-এর আয়োজন করে আসছে। নানা ধরনের শারীরিক কার্যকলাপ যেমন দৌড়, স্লোগান, মিছিল, যোগ, ফিটনেস-সবই প্রদর্শন করা হয় এই অনুষ্ঠানে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ২০১৭ সালে 'রাষ্ট্রীয় বয়োশ্ৰী যোজনা' শুরু করেছিল যেখানে নানা রকম উপকরণ যেমন হুইল চেয়ার, হিয়ারিং এইড, চশমা, লাঠি ইত্যাদি দেওয়া হয় দারিদ্রসীমার নিচে বসবাসকারী বৃদ্ধ মানুষদের। এ পর্যন্ত ১ লক্ষ ১৩ হাজার 'বয়োশ্ৰী শিবিরে'র আয়োজন করা হয়েছে যেখানে ৬৮ কোটি টাকা মূল্যের সহায়ক যন্ত্রপাতি দেওয়া হয়েছে বরিষ্ঠ নাগরিকদের। দেশের প্রায় ২৫০টি জেলায় এই কমসূচি গ্রহণ করা হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...