শীতের মরসুম আসতে না আসতেই গলা ব্যথা, সর্দি-কাশির সমস্যা ভোগেন বহু মানুষ। অনেক সময় সংক্রমিত জ্বর থেকেও এই সকল সমস্যা দেখা দিতে পারে। কিন্তু গলার ব্যথা বা গলার স্বর পরিবর্তন অনেক সময় খুব জটিল সমস্যা দেখা দিলেও হতে পারে। এই ধরনের সমস্যার বিশেষ কিছু লক্ষণও রয়েছে। সবচেয়ে বড় লক্ষণ হল রোগী দীর্ঘদিন এই সমস্যায় ভোগেন। বিশেষ করে থাইরয়েড হরমোনের ঘাটতি, স্টেরয়েড ইনহেলার ব্যবহার করার ফলে, ফুসফুসের বা শ্বাসতন্ত্রের ক্যানসার হলে গলার স্বর পরিবর্তন হতে পারে বা গলায় ব্যথা হতে পারে। তবে মরসুমি জ্বর থেকে গলা ব্যথা হলে তখন সর্দি-কাশি জাতীয় উপসর্গও দেখা দেবে। থাইরয়েড হরমোনের অভাবে গলা ব্যথা হলে ওজন বেড়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে যার ফলে কাজ করার ইচ্ছা চলে যাব, ঠান্ডা সহ্য করার ক্ষমতা কমে যাবে, মাথার চুল পরে যাবে। অন্যদিকে ফুসফুসের ক্যানসার দেখা দিলে দেহের ওজন বাড়ার পাশাপাশি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হতে পারে।
তবে যদি ঠান্ডায় গলা ব্যথা হয় তাহলে জ্বর ও সর্দি-কাশি হলে তার জন্য ওষুধ খেতে হবে। গলার আরামের জন্য উষ্ণ গরম জল খাওয়া যেতে পারে বা সেই জলের সঙ্গে লবন মিশিয়ে গার্গল করা যেতে পারে এছাড়াও গরম জামা-কাপড় ও গলায় মাফলার ব্যবহার করতে হবে। আর যারা স্টেরয়েড ইনহেলার ব্যবহার করে তাদের খুব বেশি সমস্যা দেখা দেয় না। কারণ তারা ইনহেলার ব্যবহার করা বন্ধ করলেই তাদের গলার স্বর আবার আগের মতো হয় যায়। তাই এক্ষেত্রে সব সময় চিকিৎসার প্রয়োজন পরে না। কিন্তু থাইরয়েড হরমোনের অভাবে বা শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।