বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজো। থিমের লড়াইয়ের মধ্যে দর্শনার্থীরা দিনরাত একের পর এক প্যান্ডেল দেখেই যাচ্ছে এবং উপভোগ করছে দুর্গাপুজোর আমেজকে। আর মোহিত হয়ে যাই দুর্গাপ্রতিমার রুপ দেখে। কিন্তু একবারের জন্যেও কি আমরা মনে করি এই দুর্গাপ্রতিমার রুপ তৈরির শিল্পকারদের? কুমোরটুলির প্রতিমা শিল্পী হোক কিংবা পটুয়াপাড়াশিল্পীরা, উৎসবের দিনে তাদের উপর থাকে না কোনও লাইমলাইট। আর সেইসব প্রতিমা শিল্পীদের শ্রদ্ধা জানিয়ে নিজেদের পুজোর থিমের বিশেষ ভাবনা করতে চলেছে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। সঞ্চালক দীপালির সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সম্পাদক প্রহ্লাদ ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক রাজা চক্রবর্তী ও কোষাধ্যক্ষ অর্ণপ্রতীম সরকার

এই বছর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজোর ৪৮ বছর পূর্ণ হতে চলেছে। আর এই বছর থিমের মাধ্যমে প্রতিমা শিল্পীদের শ্রদ্ধা জানাতে চলেছে তারা। এই বছর তাদের থিমের নাম ‘অন্তরালে’।

থিম শিল্পী বিভাস মুখার্জী ও বিখ্যাত প্রতিমা শিল্পী সনাতন পাল-এর অভিনবত্বে কেমন চমক আসে তাদের পুজো মন্ডপে, এখন সেটিই দেখার। এই বছর তাদের পুজোর শুভ উদ্বোধন হবে তৃতীয়াতে।

বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজোয় আসতে গেলে দমদম কিংবা কবি সুভাষগামী মেট্রোয় উঠে নামতে হবে নেতাজী (কুঁদঘাট) মেট্রো স্টেশনে। সেখান থেকে কিছুটা হাটলেই পৌঁছে যাবেন তাদের পুজো মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...