ভারতের ধ্বজা তুলবে বিশ্বভারতী

প্রতি বছর চীনের বেজিং-এ এশিয়ার ঐতিহ্য সম্বলিত বিষয় নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এশিয়ার বিভিন্ন দেশের নিজস্ব ঐতিহ্যের মেলবোধন করে উক্ত অনুষ্ঠানের উদ্যেশ্য। এ বছরও মে মাসে 'ড্রেসিং প্যারেড অফ এশিয়ান সিভিলাইজেশন'  অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বেজিং-এ। এশিয়ার মোট ১৭টি দেশের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমাদের ভারত থেকে একমাত্র পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উক্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য আমন্ত্রণ পেয়েছে। যা স্বভাবতই খুশি করেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে আধিকারিক সকলকেই। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বান সরকার জানান, বেজিং-এ অনুষ্ঠিত বিশ্বমানের এই অনুষ্ঠানে যোগ দিতে পারব জেনে বিশ্ববিদ্যালয়ের সকলেই খুব খুশি। সূত্র থেকে জানা গেছে,  ভারত ছাড়াও জাপান, সিরিয়া, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, তুর্কি সহ মোট ১৭টি দেশ অনুষ্ঠানে অংশগ্রহন করছে। প্রতিটি দেশের প্রতিনিধি দলে ৩০ জন করে সদস্য থাকছেন তার মধ্যে ২৫জন অংশগ্রহণ করবে এবং বাকি ৫জন পরিচালনার দায়িত্বে থাকবেন। অনুষ্ঠান শুরু হবে ১৬মে এবং চলবে ২২মে পর্যন্ত। এজন্য ভারতের প্রতিনিধি দলকে ১১মে-র মধ্যে বেজিং-এ পৌঁছতে হবে। আমাদের বিশ্বভারতী থেকে সংগীত ভবনের পাশাপাশি কলাভবন, বিদ্যাভবন সহ অন্যান্যঃ বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকদের ৩০ জনের প্রতিনিধিদল নির্বাচিত হয়ে গিয়েছে। তারা সময়মতো যথারীতি চীনের উদ্দেশ্যে রওনা দেবে। প্রতিদিন ১৪টি করে পারফরম্যান্স থাকবে। প্রত্যেক দেশের প্রতিনিধিদল তাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে ওই অনুষ্ঠানে।

  বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র, সব বিভাগে। আমাদের চালচলনের যেমন পরিবর্তন এসেছে, তেমনি পরিবর্তন এসেছে পোশাক-আশাকেও। কিন্তু একমাত্র চীন এমন একটি দেশ, যারা নিজেদের ঐতিহ্যের প্রতি যথেষ্ট যত্নবান। এই অতি আধুনিকতার যুগেও তারা পৃথিবীর মধ্যে এমন একটি শেষ, যারা সব ক্ষেত্রে নিজেদের ঐতিহ্যকে বজায় রেখে চলেছে। পোশাক, খাওয়াদাওয়ার রকম, আতিথেয়তা সব ক্ষেত্রেই তাদের ঐতিহ্যের প্রমান মেলে। সেই কারণেই তারা নিজেদের দেশে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, যাতে এশিয়ার বিভিন্ন দেশ নিজেদের প্রাচীন ঐতিহ্যকে ভুলে না গিয়ে অন্যান্য দেশের সঙ্গে সেই ঐতিহ্যের মেলবন্ধন ঘটায়। বেজিং-এর অলিম্পিক্স পার্ক-এ অনুষ্ঠানটি সংঘটিত হবে। এছাড়াও প্রত্যেকটি প্রতিনিধি দলের সদস্যদের বেজিং ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করবে চীন সরকার।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...