রবীন্দ্রনাথের জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর ১০২ টি অপ্রকাশিত ক্যানভাস অনলাইনে প্রকাশ করতে চলেছে ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্ট। তাদের আর্কাইভ থেকে। এই সংগ্রহ আগে কখনও এভাবে সামনে আসেনি।
২৫ বৈশাখ সারাদিন ধরে অনলাইনে দেখার সুযোগ পাওয়া যাবে কবিগুরুর আঁকা দুষ্প্রাপ্য ছবি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় পুরো প্রক্রিয়াটি ঘটতে চলেছে। শিল্প- ঐতিহাসিক আর শিবকুমার সাধারণের বোঝার জন্য ছবির বিশদ তথ্য তৈরি করেছেন। ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টের ডিরেক্টর আদিত্য গদানায়ক জানিয়েছেন, ' রবীন্দ্রনাথের মতো মহীরুহ ব্যক্তিত্বকে এভাবে তল পাওয়া খুব মুশকিল। তবু আমরা সাধ্যমত চেষ্টা করলাম'।