সহবাগের নির্বাচক প্রধান হওয়া নিয়ে জল্পনা

বীরেন্দ্র সহবাগের ক্রিকেট নির্বাচক কমিটির প্রধান হওয়া নিয়ে জল্পনা চলছে বিসিসিআই এর অন্দরে। সৌরভের সুপারিশে সহবাগের নাম ভেসে উঠছে নির্বাচক কমিটির প্রধান হিসেবে।

বোর্ডে নির্বাচক কমিটির প্রধান হিসেবে মেয়াদ শেষ হয়ে গেছে এমএসকে প্রসাদের। তাঁর জায়গায় ভেসে উঠছে সহবাগের নাম। এছাড়াও সহবাগ ছাড়া ভেসে উঠছে দিলীপ বেঙ্গসরকর এবং কৃষ্ণমাচারি শ্রীকান্ত এর নাম। নির্বাচক কমিটির চেয়ারম্যান বেছে নেবেন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সদস্যরা। সেই কমিটিতে রয়েছেন সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ। সচিন- লক্ষ্মণের মত প্রধান এক্ষেত্রে নির্বাচক কমিটির প্রধান হিসেবে সহবাগকে দায়িত্ব দিতেই পারেন। তবে সৌরভ মনে করেন সহবাগের ক্রিকেটীয় বুদ্ধি খুব ভাল। তাই দাদার সুপারিশে নজফগড়ের নবাব বোর্ডের দায়িত্বে চলে এলে অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে সহবাগ নির্বাচক কমিটির প্রধান হলে তাঁকে লোধার সুপারিশ অনুযায়ী ধারাভাষ্য করা বন্ধ করতে হবে। এছাড়াও আইপিএল এর সময় কোনও দলের হয়ে কাজ করতে পারবে না সহবাগ। তাই সমস্ত কিছুই রয়েছে জল্পনার দোলাচলে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...