বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচে জয় ভারতের, একসাথে ৪টে রেকর্ড গড়লেন ‘কিং কোহলি’

চলতি বছরের বিশ্বকাপের প্রথম ম্যাচেই জিত ভারতের। দুর্দান্ত ব্যাটিং করে ‘মাস্টারক্লাস’ ভারতের বিরাট।

এদিন কঠিন জায়গায় থাকা ভারতকে দুরন্ত ইনিংস খেলে তিনি দলকে পৌঁছে দিয়েছেন জয়ের দিকে। ৮৫ রানের ইনিংস খেলে শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ফেললেন বিরাট কোহলি। এক ইনিংসে মোট চারটি রেকর্ড গড়ে ‘মাস্টারক্লাস’ হয়ে গেলেন তিনি। যদিও একটুর জন্য সেঞ্চুরি ফস্কে বেশ হতাশ হয়ে পড়েছিলেন কোহলি। তাঁর হতাশার এক ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ায়।    

ওয়ানডে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ‘ক্যাচ’ নেওয়ার রেকর্ড ছিল অনিল কুম্বলের। সেখানে প্রথমে ফিল্ডার হিসাবে নেমে কুম্বলের সেই রেকর্ড ভেঙে দেন ‘কিং কোহলি’। এদিন তিনি ১৫টি ক্যাচ ধরে নতুন নজির গড়েন। এই তালিকায় এখনও পর্যন্ত রিকি পন্টিং ২৮টি ক্যাচ ধরে সকলের উপরে রয়েছেন।  

এরপর, ভারতের ব্যাটিং-এর কঠিন পরিস্থিতির সময় আসে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ২০০ রানে খেলতে নেমে মাত্র দুই রানে তিন উইকেট হারিয়ে বসে গিয়েছে ভারত। সেই সময়ে ৮৫ রানের দুরন্ত ইনিংস করে ভারতকে বাঁচায় বিরাট। কেএল রাহুলের সঙ্গে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন কোহলি।

'কিং কোহলি' ৫০ ওভারের বিশ্বকাপে ২৭টি ইনিংসে ৪৮.৪৭ গড়ে ও ৮৫-র অধিক স্ট্রাইক রেটে ১১১৫ রান করেছেন।

অন্যদিকে, ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে তিনি সর্বাধিক রানসংগ্রাহকদের তালিকায় ১১ নম্বরে রয়েছেন। এছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৩ ম্যাচে ৮৮.১৬ গড়ে ৫২৯ রান করেছেন বিরাট। তিনি ১২টি ইনিংসে পাঁচটি অর্ধশতরান করেছেন।

তবে অস্ট্রেলিয়াকে হারিয়েও হতাস হয়ে যান ‘মাস্টারক্লাস’ কোহলি। সেঞ্চুরি করার সুযোগ হারিয়ে ফেলেন বিরাট। দুর্দান্ত শট মারতে গিয়েই জশ হ্যাজেলউডের শিকার হয়ে আউট হয়ে যান তিনি।

পরে ড্রেসিংরুমে বসে হতাস হয়ে কপাল চাপড়াতে দেখা যায় তাঁকে। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

এদিন ‘কিং কোহলি’ এই দুর্দান্ত পার্ফরমেন্স দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীদের দল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...